আরও পড়ুন: ছেলেখেলা করে কমনওয়েলথের শেষ আটে সিন্ধু, শ্রীকান্ত! পদক প্রায় নিশ্চিত
আরও পড়ুন: নতুন ইস্টবেঙ্গলকে ভয় পাওয়ার গ্যারান্টি দিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন
ইতিমধ্যেই এই ঐতিহাসিক রেল লাইনের খবর চাউর হতেই হাওড়া স্টেশনে আসা মানুষজনদের ভিড় জমছে । রীতিমতো ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আরপিএফ-কে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে যে কাজ শুরু হয়েছে তা প্রায় শেষের মুখেই । তার মধ্যেই এই ধরণের ঘটনা কিছুটা হলেও চমকে যাওয়ার মতোই । মেট্রোর রেলের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীদের দাবি, মাটি খুঁড়তেই প্রথমে ধাতুর মতো কিছু বেরোতে থাকে | প্রথমে মনে হয়েছিল মাটির নিচে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা ধাতব কিছু, কিন্তু যত কাটা হচ্ছে তত টাই লম্বা অংশের শেষ পাওয়া যাচ্ছে না, তখনই খবর দেওয়া হয় রেল আধিকারিকদের, রেল আধিকারিকরা এসেই প্রথম রহস্যের উন্মোচন করেন। মাটির নিচের উদ্ধার হওয়া রেল ট্র্য়াকের ইতিহাসের খোঁজে রেল | রেলের তরফে জানানো হয়েছে এই রেল ট্র্য়াক উদ্ধার হওয়ার জন্য মেট্রোর কাজে কোনও বাধা সৃষ্টি হবে না। কারণ হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে মেট্রো যখন গঙ্গার তলা দিয়ে চলতে শুরু করবে, সেটাও একটি ইতিহাস বহন করবে | ফলে পুরোনও ইতিহাসকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস তৈরি আর মাত্র সময়ের অপেক্ষা।
advertisement
দেবাশিস চক্রবর্তী
