আরও পড়ুন: কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা
প্রতিদিনই রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় শুধু নয়, উত্তরবঙ্গের জেলাগুলি থেকেও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর আসছে, খবর আসছে মৃত্যুরও৷ সেই পরিস্থিতিতেই দাঁড়িয়ে ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিতে আরও তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন৷ সেই কারণেই এ বারে রাজ্যের বিভিন্ন অংশে যাচ্ছে চিকিৎসকদের সার্ভেলেন্স টিম৷
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে এ বার জেলায় জেলায় যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের দল৷ সেখানে পরিস্থিতি কেমন চলছে, তা খতিয়ে দেখবে এই দল৷ কী দেখবে তা সম্পর্কেও বলা হয়েছে৷ এই সার্ভেলেন্স দল বা নজরদারির দল দেখবে, নির্দিষ্ট জেলায় কেমন চলছে ডেঙ্গি চিকিৎসা, কেমন চলছে ফিভার ক্লিনিক, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হবে৷ চিকিৎসকদের নিয়ে এই দল তৈরি হবে৷ থাকবেন শহরের বিশেষজ্ঞরাও থাকবেন৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রয়োজনে হাসপাতালগুলিতে বাড়াতে হবে বেডের সংখ্যাও৷