ফের সবুজের হাতছানি। ডাকছে সাগরও। পর্যটকদের জন্য প্রথম দফায় পাঁচটি ট্যুরিস্ট লজ খুলছে। পর্যটন দপ্তরের পাঁচটি কেন্দ্র খুলছে আগামী ৮ জুন থেকে। অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকেরা। আজ শিলিগুড়িতে নিজের দপ্তরে একথা ঘোষণা করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। ডুয়ার্সের টিলাবাড়ি, বাঁকুড়ার বিষ্ণুপুর, বীরভূমের রাঙাবিতান, সাগর পারের ডায়মণ্ডহারবার এবং মাইথন। অনলাইনে বুকিং করে অনায়াসেই ঘুরে আসতে পারবেন ভ্রমনপিপাসু বাঙালিরা। করোনা, লকডাউনে ঘর বন্দী থাকবার পর অনাবিল আনন্দে মেতে উঠতে স্বপরিবারে বেড়িয়ে আসতে পারেন রাজ্যের পাঁচটি পর্যটন কেন্দ্রে। তবে আপাতত খুলছে না পাহাড়। খুলছে না জঙ্গলও। বন্ধ থাকছে বেঙ্গল সাফারি পার্ক, গজলডোবার ভোরের আলোও।
advertisement
মন্ত্রী জানান, কোভিড প্রোটোকল মেনেই পর্যটকেরা বেড়াতে পারবেন। অর্থাৎ মাস্ক বা ফেস কভারে নাক, মুখ ঢাকতে হবে। হ্যাণ্ড গ্লাভস বা ক্যাপ পড়লেও স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখেই ঘোরার ষোলোআনা মজা নিতে পারবেন পর্যটকেরা। পরবর্তী পর্যায়ে আরো কিছু পর্যটনকেন্দ্র খুলবে। তবে সিকিম সরকার আগামী অক্টোবর পর্যন্ত পর্যটকদের বেড়ানোর ক্ষেত্রে "না" নির্দেশিকা জারি করেছে। এবারে শৈলশহর কবে ফিরে পাবে তার চেনা ছন্দ? তারই প্রহর গুনছে পর্যটনপ্রেমীরা।