কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবাস যোজনায় বাড়ি পাওয়া নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগেরই তদন্ত করতে রাজ্যে আসবেন কেন্দ্রের প্রতিনিধিরা। সম্প্রতি এই কথা জানিয়ে রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
আরও পড়ুন: সাসপেন্ড হতে পারেন আইনজীবীরা, বিচারপতি রাজশেখর মান্থা বিতর্কে তুঙ্গে বিতর্ক
advertisement
কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যেরা জেলা পরিষদ এবং জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন। তারপর বিভিন্ন ব্লক বা প্রয়োজনে তাঁরা আঞ্চলিক স্তরেও যাবেন।
এবারের সফরে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং মালদহ যাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দক্ষিণবঙ্গের সফরসূচিতে রয়েছে বর্ধমান। এছাড়াও, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও যাওয়ার কথা কেন্দ্রীয় প্রতিনিধিদের। এই সমস্ত জেলায় আবাস সংক্রান্ত অভিযোগ, পরিকাঠামো, ব্যবস্থা ইত্যাদি তাঁরা খতিয়ে দেখবেন।
আরও পড়ুন: রাতের গার্লস হস্টেলের বাথরুমে উঁকি মারছে কে? মারাত্মক ঘটনা কল্যাণীতে! ভোর হতেই বাইরে ছাত্রীরা
যদিও রাজ্যের বক্তব্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির সময় নির্দিষ্ট করে দেওয়া হলেও বকেয়া টাকা এখনও এসে পৌঁছয়নি নবান্নের হাতে। এই অবস্থায় সময়মতো প্রকল্পের বাস্তবায়ন কী ভাবে করা হবে, তা নিয়ে চিন্তিত প্রশাসন।
রাজ্যের গ্রামীণ এলাকার গরিব মানুষের জন্য ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ টি বাড়ি নির্মাণ হবে এই আবাস প্রকল্পের মাধ্যমে। দীর্ঘ টানাপোড়নের পর নিয়ম মেনে কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক এই প্রকল্প রূপায়ণে ২০ হাজার কোটি টাকা দেওয়ার কথা চিঠি দিয়ে জানিয়েছিল রাজ্যের পঞ্চায়েত দফতরকে।
নবান্ন সূত্রের খবর, গত ২৪ নভেম্বর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক এই প্রকল্পের অনুমোদনের কথা রাজ্যকে চিঠি দিয়ে জানায়। চিঠিতে প্রকল্প খরচের ৬০ শতাংশ অর্থ অর্থাৎ, ৮ হাজার ২০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছিল বলে সূত্রের খবর। সেই মতো বাকি ৪০ শতাংশ অর্থ দিতে হবে রাজ্যকে। কিন্তু গত বছরের শেষ দিনের মধ্যে এই টাকা রাজ্যের জন্য বরাদ্দ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত নবান্ন সে টাকা পায়নি।
রাজীব চক্রবর্তী