দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কারোর কোনও অভিযোগ জানানোর হলে সেই অভিযোগ বাক্সে অভিযোগ জানাতে পারবেন বলেই এদিন জানিয়েছেন মুখ্য সচিব। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে রাখা থাকবে হেল্প ডেস্ক। পাশাপাশি রাজ্যের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০১১৭/০৩৩২২১৪০১৫২ সহ আরও ১৫ টি লাইন থাকবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে মোট চারটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, সহ আরও দুটি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে।
advertisement
আগামীকাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার প্রকল্প। এদিন তা নিয়ে মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেন। যে অঞ্চলগুলিতে পৌঁছানো তুলনামূলকভাবে কষ্টকর সেই অঞ্চলগুলিতে যাতে মোবাইল ভ্যান এর মাধ্যমে পরিষেবা দেওয়া যায় সে বিষয়েও জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিয়েছেন এদিনের বৈঠকে।
আরও পড়ুন-শাহরুখের ‘মন্নত’ ঘিরে ফেলেছে পুলিশ, গেটের সামনে বিক্ষোভ অশান্তি, কোন বিপাকে কিং খান?
আরও পড়ুন-দুঃসংবাদ! ৪৫-এ অকালে চলে গেলেন বাংলার এই জনপ্রিয় গীতিকার, শোকস্তব্ধ সঙ্গীত মহল
এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্য সচিব বলেন, ‘বাড়ির কাছাকাছি,এলাকার কাছাকাছি যাতে ক্যাম্প করা যায় সেই বিষয়ে দেখা হচ্ছে। ‘মূলত ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আবেদন নেওয়া হবে ক্যাম্পের মাধ্যমে দুয়ারে সরকার কর্মসূচিতে। ১৮ই সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে পরিষেবা। পাশাপাশি বুথ ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প করা হবে বলেও এদিন জানানো হয়েছে নবান্নের তরফে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়