আরও পড়ূন: ‘‘ লোকসভা ভোটে বিজেপি পাবে ১২৫ আসন, ছোট দলগুলির হাতেই থাকবে লাগাম ’’: মমতা
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার, অরুণ সৌরি, অজিত সিং, বিজেপির বিদ্রোহী নেতা যশবন্ত সিনহা, শত্রুঘন সিনহা ও লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে।
advertisement
আরও পড়ূন: তৃণমূলের ব্রিগেডে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়,মোতায়েন অতিরিক্ত ১০ হাজার পুলিশ
শনিবারের সমাবেশের আগে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে ।ব্রিগেড সমাবেশকে ঘিরে ১৯ জানুয়ারি কলকাতায় রাজনৈতিক হেভিওয়েটদের চাঁদের হাট বসতে চলেছে যাঁদের মধ্যে কেউ জেড কেউ জেড প্লাস ভিভিআইপি।
স্বাভাবিকভাবেই ভিভিআইপিদের জন্য ব্রিগেডের মঞ্চে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। একাধিক ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি । বিমানবন্দর থেকে বাইপাস অবধি প্রত্যেকের ছবি সহ স্বাগত জানান হবে ভিআইপিদের । এছাড়াও, বর্তমানে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আনতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন এই রাজ্যের মন্ত্রীরা । কেন্দ্রীয় নেতাদের আনতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।
