২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিন মিছিল করা নিয়ে নবান্নের অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আজকের বৈঠকেই এই নিয়ে বড় নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি। আগামী ২২শে জানুয়ারি সব জেলায় যেন ঠিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি থাকে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তাই তাই ব্যবস্থা নিতে হবে বলেই বৈঠকে বলেন ডিজি।
advertisement
আরও পড়ুন : ‘কেউ কোনও ফ্যাক্টরই নয়…’, বহরমপুরেও প্রার্থী দেবে তৃণমূল? ‘বড়’ ইঙ্গিত মমতার!
রাজীব কুমার জেলার পুলিশ সুপারদের দেওয়া নির্দেশে আরও বলেন, হাইকোর্টের নির্দেশ মেনে যেন সব পালন করা হয়। প্রতিটি মিছিলে নিরাপত্তা যেন নিয়ম মেনে দেওয়া হয়।
তবে কি রাজ্যপালের চিঠির পরেই নড়েচড়ে বসল নবান্ন? এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। রাম মন্দির উদ্বোধন নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এদিন বৈঠক সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সমস্ত জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন এই সভা থেকে। কোনও ধরনের সমস্যা এড়াতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বৈঠকে। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন ডিজি রাজীব কুমার।