এ দিকে শনিবার খবর এসেছে, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন৷ গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮০ জন৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্যে এমনই আশঙ্কার খবর জানানো হয়েছে৷ যা থেকে পরিষ্কার, যত সময় যাচ্ছে, আরও ভয়াল রূপ নিচ্ছে মশাবাহিত এই রোগ৷
advertisement
আরও পড়ুন: মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় মোকাবিলায় নির্দেশ নবান্নের
আরও পড়ুন: ঘুরে গিয়েছে ঘূর্ণিঝড়ের অভিমুখ, বাংলার উপকূলে প্রভাব ফেলে কোন দিকে এগোবে সিত্রাং
আক্রান্তের সংখ্যা জানা গেলেও এ বছর ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অবশ্য সরকারি তথ্য গ্রহের কাজ এখনও চলছে৷ সরকারি ভাবে যাকে বলা হয় ডেথ অডিট৷ যদিও বেসরকারি মতে, ইতিমধ্যেই চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে৷
আক্রান্তের হিসাবে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা৷ উত্তর ২৪ পরগনাতে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬২৭৷ এর পর রয়েছে মুর্শিদাবাদ৷
এ ছাড়াও কলকাতাতেও অনেকে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন৷ তবে শনিবারই সকালে বলা হয়েছিল, ডেঙ্গি সংক্রমণের সংখ্যা কিছু কমেছে কলকাতায়, তার পরেই এল এই মৃত্যুর খবর৷
শঙ্কু সাঁতরা