TRENDING:

বছর কুড়ি পর বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ, ২০১৬ জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন শঙ্খ ঘোষ

Last Updated:

২০ বছর পর শঙ্খ ঘোষের হাত ধরে জ্ঞানপীঠ আসছে বাংলা সাহিত্যে ৷ শেষবার ১৯৯৬ সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০ বছর পর শঙ্খ ঘোষের হাত ধরে জ্ঞানপীঠ আসছে বাংলা সাহিত্যে ৷ শেষবার ১৯৯৬ সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মহাশ্বেতা দেবী ৷ তাঁর দু’দশক পর ২০১৬-এ জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসেবে ঘোষিত হল কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষের নাম ৷ ৮৪ বছর বয়সী কবি, তাঁর বহু কালজয়ী সৃষ্টির জন্য এর আগেও বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন ৷ সাহিত্য অকাদেমি, দেশিকোত্তম, পদ্মভূষণ, রবীন্দ্র পুরস্কারের মতো অসংখ্যা পুরস্কারের পাশাপাশি কবির ভান্ডারে যুক্ত হল আরও এক সম্মান ৷
advertisement

১৯৫০-এর দশকে ‘দিনগুলি রাতগুলি’ কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যের দুনিয়ায় কবি শঙ্খ ঘোষের আত্মপ্রকাশ ৷ প্রথম কাব্যগ্রন্থ থেকেই পাঠক মহলে নিজের জায়গা তৈরি করে ফেলেন কবি ৷ তাঁর কলম থেকেই জন্ম নিয়েছে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ এবং ‘মুর্খ বড় সামাজিক নয়’-এর মতো কবিতাপংক্তি ৷ শঙ্খ ঘোষের ‘বাবরের প্রার্থনা’, ‘আদিম লতাগুল্মময়’, ‘নিহিত পাতালছায়া’-র মতো কালজয়ী রচনা বদলে দেয় বাংলা সাহিত্যকে ৷

advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শঙ্খ ঘোষের রচিত ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ রবীন্দ্রচর্চায় গবেষণার রেফারেন্স বুক হিসেবে বিবেচনা করা হয় ৷ ছোটদের জন্য লেখা ‘সকালবেলার আলো’-ও জয় করে নেয় পাঠকদের মন ৷

১৯৬১ সাল থেকে সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য কবি এবং সাহিত্যিকদের জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় ৷ প্রথম জ্ঞানপীঠ পান মালয়ালি কবি জি শঙ্কর কুরুপ। দ্বিতীয় বছরই প্রথম বাঙালি সাহিত্যিক হিসাবে ১৯৬৬ সালে জ্ঞানপীঠ পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শঙ্খ ঘোষের আগে তারাশঙ্কর সহ আরও পাঁচ জন বাঙালি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ ১৯৭১-এ জ্ঞানপীঠ পান বিষ্ণু দে। ১৯৭৬ সালে প্রথম মহিলা সাহিত্যিক হিসেবে জ্ঞানপীঠ পান আশাপূর্ণা দেবী ৷ তারপর ফের ১৯৯০ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে জ্ঞানপীঠ আসে বাংলায় ৷ শেষ বার বাংলা সাহিত্যে অবদানের জন্য জ্ঞানপীঠ পেয়েছেন মহাশ্বেতা দেবী ৷ তাঁর প্রয়াণ বর্ষেই আবারও জ্ঞানপীঠ পুরস্কার আসছে বাংলায় ৷ এবার সেই সম্মানের অধিকারী শঙ্খ ঘোষ ৷ জ্ঞানপীঠের বর্তমান পুরস্কার মূল্য ১১ লক্ষ টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বছর কুড়ি পর বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ, ২০১৬ জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন শঙ্খ ঘোষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল