আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?
১৮৩৫ সালের কামান: বিধানসভার ইতিহাসের অংশ, সংরক্ষণের উদ্যোগ!
কামান পুনরুদ্ধারের কাজ শুরু
advertisement
রাজ্য বিধানসভার পক্ষ থেকে কামানগুলোর পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পূর্ত দফতরের নির্দেশে কাঠ শিল্পী রাহুল মন্ডল ও শেখ আরিফ এর দায়িত্ব পেয়েছেন। তাঁরা এখন কামানগুলোর চাকা এবং অন্যান্য অংশ মেরামতের কাজ করছেন।
আরও পড়ুন- সই করে তার নীচে ‘দাগ’ দেন? জানেন, এই অভ্যাসের ‘গূঢ় অর্থ’ কী? বিশেষজ্ঞদের মতামত চমকে দেবে!
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিধানসভা জুড়ে বহু ইতিহাস লুকিয়ে আছে। সেগুলো সংরক্ষণ করার মাধ্যমে আমরা মানুষের কাছে ইতিহাসের মূল্য পৌঁছে দিতে চাই। এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত হতে সাহায্য করবে।”
এই ঐতিহাসিক কামানগুলো শুধুমাত্র একটি নিদর্শন নয়, বরং অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষী। সংরক্ষণের মাধ্যমে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হতে চলেছে বর্তমানে।