TRENDING:

100 Days Work|| ১০০ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত 'এই' শ্রমিকরা এ বারে কী কাজ পাবেন? জানুন আপনিও...

Last Updated:

100 days workers will get specialized garden keeper job: শহরের সৌন্দর্য্য বজায় রাখার পাশাপাশি পর্যাপ্ত গাছ বসানো এবং তার রক্ষণাবেক্ষণ করে থাকে কলকাতা পুরসভার এই বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১০০ দিনের কাজের শ্রমিকদের ভিন্ন ভিন্ন কাজে সঠিক প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করার কথা ভেবেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্বয়ং ১০০ দিনের কাজের শ্রমিকদের নানা কাজে ব্যবহার করার কথা বলেছেন। জেলায় জেলায় কীভাবে এই কাজ করা যায়, জেলাপ্রশাসনের তরফে তার পরিকল্পনা করাও শুরু হয়ে গিয়েছে। সেই কাজে এ বার অগ্রণী ভূমিকা পালন করল কলকাতা পুরসভার উদ্যান বিভাগ। শহরের সৌন্দর্য্য বজায় রাখার পাশাপাশি পর্যাপ্ত গাছ বসানো এবং তার রক্ষণাবেক্ষণ করে থাকে কলকাতা পুরসভার এই বিভাগ। অনেক পুরকর্মীরা স্থায়ীভাবে কলকাতা পুরসংস্থার আওতায় থাকা পার্ক এবং নার্সারিগুলিতে গাছের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য বিজ্ঞানসম্মত উপায়ে গাছের পরিচর্যা করতেন।
advertisement

তবে তারা অবসর নেওয়ার পরে যে শূন্যস্থান তৈরি হচ্ছিল তা পূরণ করার জন্য পুরস্কার তরফে ১০০ দিনের কর্মীদের ব্যবহার করার কথা চিন্তা-ভাবনা করা হয়। সেই মতোই ১০০ দিনের কাজের শ্রমিকদের গাছ প্রতিপালন ও সংরক্ষণের কাজে ব্যবহার করার জন্য হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে পুরসভার অন্তর্গত বিভিন্ন পার্ক এবং নার্সারিগুলিতে ব্যবহার করা হবে। ২৪ তারিখ থেকে শহরের সমস্ত বোরোগুলিতে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। যারা আগে রাস্তা পরিষ্কার বা পার্কে আগাছা পরিষ্কার এর কাজ করতেন, তারাই এখন বিজ্ঞানসম্মতভাবে গাছ প্রতিপালন করবেন কলকাতা পুরসংস্থার বিভিন্ন নার্সারি এবং পার্কগুলিতে। স্থায়ী মালিরা অবসর নেওয়ার ফলে তৈরি শূন্যস্থান ভরাবেন এই শ্রমিকরা।

advertisement

আরও পড়ুন: কাজ হচ্ছে রেলের, এক ধাক্কায় বাড়ল বাসের ভাড়া! উত্তরবঙ্গগামী বাসের ভাড়া কত হল জানেন?

বছরের ১০০ দিনের কাজ যখন থাকবে না, তখনও যাতে বেসরকারি কোনও জায়গায় এই কাজ তারা করতে পারেন সেই জন্য প্রশিক্ষণের শংসাপত্রও তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে। কেএমসির ডিজি উদ্যান দেবাশিস করের দাবি, এই প্রশিক্ষণ শিবির মূলত মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমারের নির্দেশে তারা আয়োজন করছেন। শহরের প্রতিটি ওয়ার্ড থেকে ৪ জন করে শ্রমিককে নিয়ে বরোভিত্তিক এক একটি কর্মশালার আয়োজন করা হচ্ছে। ২৪-৩০ মে পর্যন্ত এই কর্মশালা আয়োজন করা হয়েছিল। তাঁদের বিভাগের এই উদ্যোগ অন্য বিভাগ এবং রাজ্য প্রশাসনের অন্য দফতরগুলিও নেবে, এমনটাই আশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

Sanhyik Ghosh

বাংলা খবর/ খবর/কলকাতা/
100 Days Work|| ১০০ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত 'এই' শ্রমিকরা এ বারে কী কাজ পাবেন? জানুন আপনিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল