TRENDING:

আমেরিকায় চাকরি করতে চান? 'কর্মসংস্থান ভিসা'-র জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করতে হবে, জানুন

Last Updated:

American Visa: মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় ১ লক্ষ ৪০ হাজার বিদেশি নাগরিককে অভিবাসন ভিসা দিয়ে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতি বছর বিশ্বের লক্ষ লক্ষ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে কাজে যাওয়ার জন্য ভিসার আবেদন করে। ভারত থেকেও বিপুল সংখ্যক নাগরিক কাজের সূত্রে আমেরিকায় যান।
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের জন্য অভিবাসী ভিসার প্রয়োজন। আমেরিকার বিদেশ দফতর প্রতি বছর হাজার হাজার মানুষকে এই ভিসা প্রদান করে থাকে। তাই আমেরিকায় চাকরি বা কাজ করতে চাইলে এমপ্লয়মেন্ট ইমিগ্রেশন ভিসা সম্পর্কে বিস্তারিত জানতেই হবে।

আরও পড়ুন- Food Safety Officer Recruitment 2022: ফুড সেফটি ডিপার্টমেন্টে প্রচুর নিয়োগ, জেনে নিন বিস্তারিত

advertisement

মার্কিন অভিবাসন আইন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় ১ লক্ষ ৪০ হাজার বিদেশি নাগরিককে অভিবাসন ভিসা দিয়ে থাকে। এই ভিসা প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়। কর্মসংস্থান ভিত্তিক অভিবাসী ভিসা ই-১, ই-২, ই-৩, ই-৪ এবং ই-৫ - এই পাঁচটি ভাগে বিভক্ত।

প্রথম পছন্দ ই-১:

এই ভিসা উচ্চশিক্ষিত এবং দক্ষ ব্যক্তিদের জন্য সংরক্ষিত। বিজ্ঞান, কলা, শিক্ষা, ব্যবসা, অধ্যাপক ও গবেষক, বহুজাতিক নির্বাহী এবং ব্যবস্থাপকরা এই বিভাগের আওতায় আসে। অধ্যাপক এবং গবেষকদের শিক্ষাদান কিংবা গবেষণায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এই অভিবাসন ভিসার জন্য শ্রম শংসাপত্রের প্রয়োজন নেই।

advertisement

দ্বিতীয় পছন্দ ই-২:

এই ভিসা আবেদনকারীদের সাধারণত শ্রম বিভাগ দ্বারা অনুমোদিত একটি শ্রম শংসাপত্র থাকতে হবে। বিজ্ঞান, কলা বা ব্যবসায় ডিগ্রি বা ব্যতিক্রমী ক্ষমতা সম্পন্ন পেশাদারদের ই-২ ভিসা বিভাগের অধীনে রাখা হয়।

তৃতীয় পছন্দ ই-৩:

আমেরিকায় চাকরির জন্য তৃতীয় পছন্দ ই-৩। এর অধীনে আবেদনকারীর অবশ্যই বিদেশি কর্মচারীর জন্য অনুমোদিত ইমিগ্রেশন পিটিশন থাকতে হবে, সম্ভাব্য নিয়োগকর্তার দ্বারা দায়ের করা ফর্ম আই-১৪০। এই ক্যাটাগরিতে দক্ষ শ্রমিক, পেশাদার ও অন্যান্য কর্মীদের রাখা হয়েছে।

advertisement

কর্মসংস্থানে চতুর্থ পছন্দ ই-৪:

কর্মসংস্থান চতুর্থ পছন্দ 'বিশেষ অভিবাসীদের' জন্য সংরক্ষিত। এর মধ্যে রয়েছে কিছু ধর্মীয় কর্মী, ইউএস ফরেন সার্ভিসের পদের কর্মচারী, আন্তর্জাতিক সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী, অনাগরিক নাবালক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতের ওয়ার্ড এবং অন্যান্য শ্রেণীর অ-নাগরিক।

আরও পড়ুন- FSSAI Recruitment 2022: ফুড সেফটি অথরিটির অধীনে জয়েন্ট ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ! জানুন

advertisement

পঞ্চম পছন্দ ই-৫:

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কর্মসংস্থান পঞ্চম পছন্দের অধীনে আবেদনকারীরা অনাবাসী বিনিয়োগকারী। এই বিনিয়োগকারীরা একটি নতুন বাণিজ্যিক উদ্যোগে ১.৫ মিলিয়ন ডলার বা ৮ লক্ষ ডলার বিনিয়োগ করে অন্তত ১০ জন পূর্ণকালীন আমেরিকান কর্মী নিয়োগ করে।

বাংলা খবর/ খবর/চাকরি/
আমেরিকায় চাকরি করতে চান? 'কর্মসংস্থান ভিসা'-র জন্য কোন ক্যাটাগরিতে আবেদন করতে হবে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল