FSSAI Recruitment 2022: ফুড সেফটি অথরিটির অধীনে জয়েন্ট ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ! জানুন বিশদে!
- Published by:Anulekha Kar
Last Updated:
প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জয়েন্ট ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার (আইটি), ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ফুড সেফটি ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এফএসএসআই রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৫ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
এফএসএসআই রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল/বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান/পাবলিক সেক্টরের অধীনস্থ আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের যোগ্যতা সম্পর্কে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।
advertisement
advertisement
অ্যাডভাইজার | ১টি পদ |
জয়েন্ট ডিরেক্টর | ৬টি পদ |
সিনিয়র ম্যানেজার | ১টি পদ |
সিনিয়র ম্যানেজার (আইটি) | ১টি পদ |
ডেপুটি ডিরেক্টর | ৭টি পদ |
ম্যানেজার | ২টি পদ |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর | ২টি পদ |
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেকনিক্যাল) | ৬টি পদ |
ডেপুটি ম্যানেজার | ৩টি পদ |
ডেপুটি ম্যানেজার (আইটি) | ১টি পদ |
advertisement
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার | ৭টি পদ |
সিনিয়র প্রাইভেট সেক্রেটারি | ৪টি পদ |
প্রাইভেট সেক্রেটারি | ১৫টি পদ |
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার | ১টি পদ |
অ্যাসিস্ট্যান্ট | ৭টি পদ |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট | ১টি পদ |
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট | ১২টি পদ |
স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) | ৩টি পদ |
advertisement
আরও পড়ুন: জারি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! কোন জেলায় কত শূন্যপদ, জেনে নিতে হবে আপনাকে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া |
পদের নাম | জয়েন্ট ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার (আইটি) |
ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য শূন্যপদের সংখ্যা | ৮০ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫-১১-২০২২ |
advertisement
এফএসএসআই রিক্রুটমেন্ট ২০২২: বেতন
নির্বাচিত প্রার্থীরা ১৯৯০০ টাকা থেকে ২১৮২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এফএসএসআই রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
ক্যাডার কন্ট্রোলিং অথরিটি দ্বারা শংসাপত্র এবং অন্যান্য ডকুমেন্ট সহ আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3rd Floor, FDA Bhawan, Kotla Road New Delhi’।
Location :
First Published :
October 25, 2022 4:08 PM IST