Cabinet Secretariat Recruitment 2022: ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অধীনে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন করে ফেলুন
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডেপুটি ফিল্ড অফিসার (ডিএফও) [গ্রুপ 'বি', নন-গেজেটেড] পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ক্যাবিনেট সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু চলছে। প্রার্থীদের আগামী ২১ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ক্যাবিনেট সেক্রেটারিয়েট |
পদের নাম | ডেপুটি ফিল্ড অফিসার (ডিএফও) [গ্রুপ 'বি', নন-গেজেটেড] |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদনপত্র প্রকাশ | ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০২২ তারিখের কর্মসংস্থান সংবাদপত্রে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২১-১১-২০২২ |
advertisement
ক্যাবিনেট সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চাইনিজ ভাষায় স্নাতক ডিগ্রি বা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চাইনিজ ভাষায় দুই বছরের ডিপ্লোমা সহ যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
advertisement
ক্যাবিনেট সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
ক্যাবিনেট সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা- ১০০ নম্বরের পেপার-১ এবং ১০০ নম্বরের পেপার ২ এই দুটি পর্যায়ে পরীক্ষা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে মোট ৪০ নম্বর থাকবে।
ক্যাবিনেট সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের ২১ নভেম্বর ২০২২ তারিখে বা তার আগে অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় কপি, প্রার্থীর নাম, জন্ম তারিখ সহ দুটি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি পাঠাতে হবে। এনভেলপের ওপর স্পষ্টভাবে "অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেপুটি ফিল্ড অফিসার" লেখা থাকতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে, “APPLICATION FOR THE POST OF DEPUTY FIELD OFFICER (GD), Post Bag No. 001, Lodhi Road Head Post Office, New Delhi-110003” এই ঠিকানায়।
Location :
First Published :
October 25, 2022 3:30 PM IST