পশ্চিমবঙ্গের থানাগুলিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়। সাধারণ থানা, বড় থানা এবং সাইবার ক্রাইম থানা। এই থানাগুলিকে আবার ৬টি পুলিশ কমিশনারেট এবং ২৮টি পুলিশ জেলায় ভাগ করা হয়। যাইহোক, এই তিন ধরনের থানাতেই নয়া নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, ১,০৫৮ জন নতুন এসআই নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সব দিক বিবেচনা করে ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে ‘ভাইরাল’, পরীক্ষা বাতিল অভিযুক্তের! কোথায়?
সাধারণ থানা:
রাজ্যে সাধারণ থানার সংখ্যাই সবচেয়ে বেশি। তাই স্বাভাবিক ভাবে সাধারণ থানাগুলিতেই সবচেয়ে বেশি নিয়োগ হবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের সাধারণ থানাগুলিতে ৩৫৩ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ করবে সরকার।
বড় থানা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বড় থানাগুলিতে ৫১ জন সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ৪০টি থানায় তাঁদের পাঠানো হবে।
সাইবার ক্রাইম থানা:
ডিজিটাল হচ্ছে দেশ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। তারই মোকাবিলায় সাইবার ক্রাইম থানা খুলেছে রাজ্য পুলিশ। ২০১০ সালে প্রথম সাইবার ক্রাইম থানা আত্মপ্রকাশ করে রাজ্যে। বর্তমানে রাজ্যে ৩৪টি সাইবার ক্রাইম থানা রয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এই ৩৪টি থানায় ১২৫ জন নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ করবে রাজ্য সরকার।
সামনেই লোকসভা ভোট।
কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রচার। ঝাঁপিয়ে পড়বে একাধিক রাজনৈতিক দল। মিটিং, মিছিল থেকে বড় সভা, বাদ যাবে না কিছুই। ফলে অতিরিক্ত পুলিশ কর্মী দরকার। তাছাড়া বেশ কিছু শূন্য পদও রয়েছে। সব দিক বিবেচনা করেই রাজ্য সরকার নতুন ৫২৯ জন সাব-ইন্সপেক্টর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।