WBCSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া হয়েছে ১৬ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ, জানুন
WBCSC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে নির্দিষ্ট ভাবে কোনও আসন সংখ্যা দেওয়া হয়নি। মোট সংখ্যার ভিত্তিতে কাত অফ মার্ক্সের ওপর উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে।
WBCSC Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে http://wbcsc.org.in/ যেতে হবে
এবারে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে হবে
প্রার্থীদের এরপর সমস্ত তথ্য ও ডকুমেন্ট সহযোগে আবেদনপত্রটি পূরণ করতে হবে
সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের তথ্য আপলোড করতে হবে
এরপর প্রার্থীদের আবেদন ফি জমা করতে হবে
সবশেষে প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
আরও পড়ুন: ১৩টি বিমানসংস্থায় তালা, ধুঁকছে দেশের বিমান পরিষেবা! বেহাল দশার কথা খুবই চিন্তার
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
যে সকল প্রার্থীরা সরাসরি আবেদন করতে চান তাঁরা এখানে প্রদত্ত লিঙ্কের https://www.wbcsconline.in/Login.aspx মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission) |
পদের নাম: | স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর |
শূন্যপদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | পশ্চিমবঙ্গ |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্টেট এলিজিবিলিটি টেস্টের নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে |
আবেদন শুরু: | ১৬-০৮-২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: ১৫-০৯-২০২২
WBCSC Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
WBCSC Recruitment 2022: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী মান্যতা দেওয়া হবে।
WBCSC Recruitment 2022: আবেদন ফি
জেনারেল বিভাগের প্রার্থীদের জন্য ১২০০ টাকা।
অন্যান্য অনগ্রসর শ্রেণীর (নন-ক্রিমি লেয়ার)/ইডব্লিউ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬০০ টাকা
SC/ST/PWD/ ট্রান্সজেন্ডার ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে
WBCSC Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের পশ্চিমবঙ্গ স্টেট এলিজিবিলিটি টেস্টের নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
অন-লাইন পরীক্ষা (প্রিলি ও মেইনস) এবং নির্দিষ্ট করা স্থানীয় ভাষার পরীক্ষা। ১০০ নম্বরের অবজেকটিভ টাইপ প্রশ্নপত্র থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা অনলাইনে পরিচালিত হবে। ভুল উত্তরের জন্য নেগিটিভ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নির্ধারিত নম্বরের ১/৪ নম্বর কাটা হবে।
WBCSC Recruitment 2022: আবেদন ফি
জেনারেল/ওবিসি এবং ইডব্লুএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা ধার্য করা হয়েছে, অন্য দিকে SC/ST/PwBD/DESM ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
WBCSC Recruitment 2022: বিষয় ভিত্তিক কোড
০১ ইংরেজি
০২ বাংলা
০৩ সংস্কৃত
০৪ হিন্দি
০৫ উর্দু
০৬ কমার্স
০৭ ইকোনমিক্স
০৮ ইতিহাস
০৯ ফিলোজফি
১০ পলিটিকাল সায়েন্স
১১ এডুকেশন
১২ কেমিক্যাল সায়েন্স
১৩ জিওগ্রাফি
১৪ লাইফ সায়েন্স
১৫ ম্যাথমেটিক্যাল সায়েন্স
১৬ ফিজিক্যাল সায়েন্স
১৭ সোশ্যাল সায়েন্স
১৮ সাইকোলজি
১৯ লাইব্রেরি ও ইনফরমেশন সায়েন্স
২০ ফিজিক্যাল এডুকেশন
২১ ইলেকট্রনিক সায়েন্স
২২ কম্পিউটার সায়েন্স
২৩ হোম সায়েন্স
২৪ সাঁওতালি
২৫ মাস কমিউনিকেশন এবং জার্নালিজম
২৬ অ্যানথ্রোপলজি
২৭ আর্থ সায়েন্স
২৮ মিউজিক
২৯ ল
৩০ নেপালি
৩১ ম্যানেজমেন্ট
৩২ আরবি
৩৩ এনভায়রনমেন্টাল সায়েন্স