TRENDING:

West Bengal BED University: হঠাৎ 'অনির্দিষ্টকালের জন্য' বন্ধ হয়ে গেল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়! কারণ কী? বাড়ছে রহস্য

Last Updated:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্য বি এড বিশ্ববিদ্যালয়। আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বালিগঞ্জের এই বিশ্ববিদ্যালয়। কারণ কী সেই ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্য বি এড বিশ্ববিদ্যালয়। আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বালিগঞ্জের এই বিশ্ববিদ্যালয়। কারণ কী সেই ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল? অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয় বন্ধের যে নির্দেশিকা জারি করা হয়েছে কারণ অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।
বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়
বন্ধ বিএড বিশ্ববিদ্যালয়
advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে বেসরকারি বিএড কলেজের সঙ্গে যুক্ত কয়েকজনের থেকে নানা রকম ভাবে হুমকি এসেছে। সেই জন্যই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। তবে কী কারণে এই হুমকি বিশ্ববিদ্যালয়ের কাছে আসছে?

advertisement

আরও পড়ুন: মিথ্যা বললে শরীরের কোন ‘অঙ্গ’ গরম হয়…? আপনি জানেন? ‘এইভাবে’ ধরে ফেলুন মিথ্যাবাদী!

বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি সম্প্রতি ২৫৩ বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছিল। প্রয়োজনীয় পরিকাঠামো-সহ একাধিক ইস্যুতে চলতি শিক্ষাবর্ষের জন্য ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল বি এড বিশ্ববিদ্যালয়। তারপর থেকেই বাতিল হওয়া কলেজগুলির তরফে একাধিক কলেজ গত কয়েক দিন ধরেই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসের সামনে এসে বাতিল হওয়া কলেজগুলির সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক অধ্যাপিকারাও লাগাতার বিক্ষোভ করছেন। শুক্রবারেও সেই বিক্ষোভ অব্যাহত ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে।

advertisement

আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ফুঁসছে ‘সুস্পষ্ট’ নিম্নচাপ! আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল, আইএমডি-র Mega আপডেট

যদিও বিশ্ববিদ্যালয় বন্ধ করার কারণ কী সেই বিষয়টি অবশ্য বিশ্ববিদ্যালয়ের ঘাড়েই ঠেলেছেন বিক্ষোভকারীরা। তবে তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত কাজও বন্ধ হয়ে গিয়েছে। এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে গোটা পরিস্থিতি সম্পর্কে আচার্য থেকে শুরু করে পুলিশ প্রশাসনকেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

advertisement

উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন “বিশ্ববিদ্যালয়ের তরফে যা বলার নোটিসে বলা হয়েছে।” সম্প্রতি ২৫৩টি বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অবশ্য জানিয়েছিলেন গোটা বিষয়টি দফতরের থেকে জানতে চাওয়া হবে। যদিও সেই সংক্রান্ত কোনও চিঠি বিশ্ববিদ্যালয়ের কাছে এসে এখনও পৌঁছয়নি বলেই জানা গিয়েছে। আর সেই সময় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হল যাকে কেন্দ্র করে শিক্ষামহলে তরজা তুঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal BED University: হঠাৎ 'অনির্দিষ্টকালের জন্য' বন্ধ হয়ে গেল রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়! কারণ কী? বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল