আবেদনের তারিখ :
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ :
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন : ডায়াবেটিক হয়েও আলু খাচ্ছেন? ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে শরীরে, জেনে নিন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
পদের নাম: | সেক্টর ক্রেডিট স্পেশালিস্ট |
শূন্যপদের সংখ্যা: | ১৬ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৯.১২.২০২২ |
বয়সসীমা :
প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন : ওজন কমবে হুড়মুড়িয়ে! ভাতের বদলে দুপুরে খান এই খাবার
আবেদনের যোগ্যতা :
প্রার্থীদের ফিনান্স কন্ট্রোলে সিএ / এমবিএ/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ম্যানেজমেন্ট স্টাডিজে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ পিজিডিএম ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।
এমএমজিএস III-এ আবেদনের জন্য প্রার্থীদের ব্যাঙ্ক/ পিএসইউ/ কর্পোরেটে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এসএমজিএস IV-এ আবেদনের জন্য প্রার্থীদের ব্যাঙ্ক/ পিএসইউ/ কর্পোরেটে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর যে কোনও সেক্টরে যেমন ইঞ্জিনিয়ারিং এবং ইপিসি, ব্যাঙ্ক এবং এনবিএফসি, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, মেটাল ও মেটাল প্রোডাক্ট, কেমিক্যাল/ ফার্মাসিউটিক্যালস/ ফার্টিলাইজার/ প্লাস্টিক/ অন্যান্য ম্যানুফ্রাকচারিং, অন্যান্য নন-ম্যানুফ্রাকচারিং, ইন্টারন্যাশনাল ক্রেডিট, রিনিউএবল এনার্জিতে অ্যানালিসিসের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি :
প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে https://sbi.co.in/web/careers#lattest যেতে হবে
এরপর Apply Now অপশনে ক্লিক করতে হবে
এবারে প্রার্থীদের RECRUITMENT OF SPECIALIST CADRE OFFICERS IN STATE BANK OF INDIA ON REGULAR BASIS ADVERTISEMENT No. CRPD/SCO/2022-23/28 লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
তারপরে Click for New Registration অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করতে হবে
আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে
এবারে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করিয়ে নিতে হবে