তারপর উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কাছে অপশন দেওয়া হয় তাঁরা চাইলে উত্তর পত্রের রিভিউ বা স্ক্রুটিনি করতে পারে। সেই মতো পর্ষদের কাছে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি আবেদন এসেছে। আবেদন মেনে প্রায় ৩৬০০-এরও বেশি চাকরিপ্রার্থীদের ওএমআর শিট ফের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। চলতি মাসেই পুনর্মূল্যায়ন করে ফলাফল জানাবে পর্ষদ বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন- বিমান চালানোর সময় পানীয়-গুজিয়া খেয়ে বিপাকে দুই পাইলট ! আপাতত সাসপেন্ড
আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
১১ ডিসেম্বর পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার ৫৯ দিনের মাথায় প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করে। পর্ষদের তরফে এই প্রথম টেটের ওএমআর শিটের রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ দেওয়া হয় চাকরিপ্রার্থীদের কাছে। তারপর এই ৩৬০০-এর বেশি চাকরি প্রার্থী আবেদন করে রিভিউ ও স্কুটিনির জন্য। মূলত ওএমআর শিট নিয়ে যাতে কোনো কারচুপি না হয় এবং ওএমআর শিটে আরও স্বচ্ছতা বজায় রাখতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই সিদ্ধান্ত।
সাম্প্রতিক সময় বারবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে ওএমআর শিটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশন তাঁদের বিধিতে নিয়ে আসছে ন্যূনতম ১০ বছর পরীক্ষার ওএমআর শিট সংরক্ষিত করে রাখা থাকবে।। কিন্তু প্রাথমিকের টেট নিয়ে ভবিষ্যতে যাতে কোন অভিযোগ না ওঠে তার জন্য আরও স্বচ্ছতা উপায় বজায় রাখার জন্যই পর্ষদের এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে।