আগামিকাল শুক্রবার বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সম্প্রতি তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়। এ দিন পুরো তালিকা তৈরি করে ইতিমধ্যেই বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ১৮৫ জনের নাম, মেধা তালিকা আকারে।
আরও পড়ুনঃ ডিএ মামলায় ফের হার রাজ্যের, ১১ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর! আবেদন খারিজ সরকারের
advertisement
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই নির্দেশও দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮৭ জনকে নিয়োগ করার জন্য নির্দেশ দেন তিনি। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।
আরও পড়ুনঃ আরও তিন উড়ালপুলের পরিকল্পনা, টালা সেতুর উদ্বোধনের মঞ্চ থেকে ঘোষণা মমতার
সেই নির্দেশ মতোই সময়সীমার আগেই চাকরির সুপারিশপত্র দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে আজ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামিকাল বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
