TRENDING:

Recruitment 2022: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, কীভাবে আবেদন করবেন?

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ফায়ার সেফটি অফিসার এবং সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

PNB Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩০ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা

PNB Recruitment 2022: শূন্যপদের ও সংখ্যা বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১০৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

অফিসার (ফায়ার-সেফটি)- ২৩টি পদ

ম্যানেজার (সিকিউরিটি)- ৮০টি

আরও পড়ুন: সোরিয়াসিস নিয়ে চিন্তা শেষ, ওষুধ আবিষ্কার ৭ বাঙালির! ত্বকের জঘন্য সমস্যা থেকে মুক্তি

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)
পদের নাম: ফায়ার সেফটি অফিসার এবং সিকিউরিটি ম্যানেজার
শূন্যপদের সংখ্যা: ১০৩
কাজের স্থান: বিশদ দেখুন
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অফলাইন

advertisement

আবেদনের শেষ তারিখ: ৩০.০৮.২০২২

PNB Recruitment 2022: আবেদনের যোগ্যতা

ফায়ার সেফটি অফিসার- প্রার্থীদের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ (NFSC) নাগপুর থেকে বি.ই.(ফায়ার) ডিগ্রি থাকতে হবে।

ম্যানেজার (সিকিউরিটি)- প্রার্থীদের এআইসিটিই/ইউজিসি দ্বারা স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।

PNB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি

advertisement

প্রাপ্ত আবেদনের সংখ্যার উপর নির্ভর করে যে কোনও প্রক্রিয়ায় নির্বাচন পদ্ধতি পরিচালনা করতে পারে। যেমন, প্রার্থীদের ইন্টারভিউয়ের পর শর্টলিস্টিং করা হবে বা লিখিত/অনলাইন পরীক্ষার পরে ইন্টারভিউ নেওয়া হতে পারে।

PNB Recruitment 2022: আবেদন ফি

SC/ST/PWBD বিভাগের প্রার্থীদের ৫০ টাকা + জিএসটি ফি দিতে হবে। অন্যান্য সমস্ত বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৮৫০ টাকা+ জিএসটি ফি দিতে হবে।

PNB Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

বিস্তারিত বিবরণ সহ ফর্মটি পূরণ করার পরে ট্রানজাকশন নম্বর/ইউটিআর নম্বর, ব্যাঙ্কের নাম এবং ট্রানজাকশনের তারিখ সহ স্পিড/রেজিস্ট্রার করা পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় ব্যাঙ্কে পাঠাতে হবে। খামের সঙ্গে অনলাইন ফি প্রদানের প্রমাণ এবং অন্যান্য ডকুমেন্টের কপি পাঠাতে হবে এই ঠিকানায়- CHIEF MANAGER (RECRUITMENT SECTION), HRD DIVISION, PUNJAB NATIONAL BANK, CORPORATE OFFICE, PLOT NO 4, SECTOR 10, DWARKA, NEW DELHI -110075

বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, কীভাবে আবেদন করবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল