এই সিদ্ধান্তের ফলে যাঁদের পিএইচডি ডিগ্রি নেই, তাঁরা গোটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারবেন। আসলে অনেক দক্ষ এবং যোগ্য প্রার্থী রয়েছেন, যাঁদের লক্ষ্য হল - বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা। কিন্তু পিএইচডি ডিগ্রি না-থাকার দরুন সেটা সম্ভব হচ্ছে না। তাঁদের যাতে সুবিধা হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
advertisement
এম জগদীশ কুমার বলেন, “ওয়ান নেশন-ওয়ান ডেটা পোর্টাল তৈরি করা হয়েছে। এখানে প্রার্থীদের জন্য ইউজিসি নির্দেশিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে।” তিনি আরও জানিয়েছেন যে, পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ভাবে আরও উন্নত মানের শিক্ষা পেতে পারবেন।
আরও পড়ুন: ICAI CA পরীক্ষার ফর্ম ফিলাপে ভুল হয়েছে? সংশোধনের জন্য থাকছে সুযোগ! হবু আইনজীবীরা এখনই দেখুন
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে কমিশনের নিয়ম-নীতি সংশোধন করা হয়েছিল। যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে পিএইচডি-কে ন্যূনতম যোগ্যতার মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছিল। ২০২১ সালেই এই নতুন নির্দেশিকা কার্যকর হয়। কিন্তু কোভিড অতিমারীর জেরে তা স্থগিত রাখা হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত এই স্থগিতাদেশ জারি রাখা হয়। কিন্তু ইতিমধ্যেই ইউজিসি নেট স্কোরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া জারি থাকে।
ইতিমধ্যেই ডিসেম্বর-২০২২ এবং জুন-২০২৩-এ জয়েন্ট সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রার্থীরা এর অফিসিয়াল ওয়েবসাইটে csirnet.nta.nic.in গিয়ে আবেদন করতে পারেন। জানা গিয়েছে যে, এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ এপ্রিল, ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আর লেট ফি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা যাবে ওই দিন রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
সংশ্লিষ্ট পরীক্ষার দিন হিসেবে ধার্য করা হয়েছে ৬, ৭ এবং ৮ জুন। পরীক্ষায় থাকবে কেমিকেল সায়েন্সেস, আর্থ, অ্যাটমোস্ফিয়ারিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্য়াথমেটিক্যাল সায়েন্সেস এবং ফিজিক্যাল সায়েন্সেস-এর মতো বিষয়। পরীক্ষার্থীরা ইংরাজি এবং হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। মূলত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ফেলোশিপ (জেআরএফ), লেকচারশিপ (এলএস) এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ভারতীয় নাগরিকদের যোগ্যতা নির্ধারণ করতেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।