এমপি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
এমপি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
আদালত অ্যাসিস্ট্যান্ট গ্রেড ৩- ৪০টি পদ
স্টেনো-টাইপিস্ট- ২টি পদ
সিকিউরিটি গার্ড- ১৩টি পদ
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্য বিষয় জানতে এই ওয়েবসাইটে খোঁজ করতে পারেন।
সরাসরি আবেদনের লিঙ্ক https://online.ctestservices.com/mplasrecruitment/
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মধ্যপ্রদেশ বিধানসভা সেক্রেটারিয়েট |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট গ্রেড- ৩, স্টেনো-টাইপিস্ট এবং সিকিউরিটি গার্ড |
শূন্যপদের সংখ্যা: | ৫৫ |
কাজের স্থান: | মধ্যপ্রদেশ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১০.১১.২০২২ |
এমপি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।
এমপি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ১ম বর্ষে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের কম্পিউটারে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
যাঁরা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন তাদের এমপিআইটি থেকে একটি সিপিসিটি স্কোর কার্ড থাকতে হবে এবং হিন্দিতে ১০ মিনিটে ৩০০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: একসঙ্গে একাধিক সংস্থায় কাজ, বরখাস্ত Wipro-র ৩০০ কর্মী! পদক্ষেপ TCS, Infosys-এরও
স্টেনো টাইপিস্ট পদে হিন্দি স্টেনোগ্রাফিতে ৮০টি শব্দ/মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এ ছাড়াও এমপিআইটি থেকে একটি সিপিসিটি স্কোর কার্ড থাকতে হবে। এমপি হাইকোর্ট সিকিউরিটি গার্ড পদের জন্য প্রার্থীদের মেডিক্যাল ও ফিজিক্যাল টেস্টের নানান যোগ্যতা পূরণ করতে হবে।
এমপি হাইকোর্ট রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত এবং সাধারণ জ্ঞানের উপর প্রশ্নপত্র থাকবে।
এ ছাড়াও স্কিল টেস্টে ৫০ নম্বর এবং ইন্টারভিউতে ১৫ নম্বর থাকবে।