আবেদনের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২ মে, ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়া। আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে পারবেন প্রার্থীরা। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি জারি! সবিস্তার জানতে পড়ুন!
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণঃ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
কনসালটেন্ট (আন্ডার সেক্রেটারি) | ১ |
কনসালটেন্ট (প্রাইভেট সেক্রেটারি) | ১ |
কনসালটেন্ট (অ্যাসিস্ট্যান্ট) | ২ |
কনসালটেন্ট (এলডিসি) | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যঃ
সংস্থা | মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট |
পদের নাম | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা | ৫ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ০২.০৫.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | আবেদন প্রক্রিয়া শুরুর ৩০ দিনের মধ্যে |
বয়সসীমাঃ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬২ বছর হতে হবে।
আরও পড়ুনঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
বেতনক্রমঃ
কনসালটেন্ট (আন্ডার সেক্রেটারি, প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট) পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক পে স্কেল নির্ধারণ করবে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার। তবে কনসালটেন্ট (এলডিসি) পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক পে স্কেল হবে ২৫০০০ টাকা (স্থায়ী বেতন)।
নিয়োগ প্রক্রিয়াঃ
কমিটি দ্বারা আয়োজিত ইন্টারভিউয়ের ভিত্তিতেই মূলত প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতিঃ
মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে অফলাইনে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রার্থীদের পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: “Section Officer (Admn.), National Commission for Safai Karamcharis, Room No.09, ‘B’ Wing, 4th Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi 110003”।