মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫.০৫.২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! শূন্য পদ সহস্রাধিক! বেশি দেরি না করে আজই আবেদন করুন!
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সুপারিনটেনডেন্ট- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট- ২টি পদ
কোর্ট মাস্টার- ১টি পদ
আপার ডিভিশন ক্লার্ক- ১টি পদ
সংস্থা: | মিনিস্ট্রি অফ ফিনান্স |
পদের নাম: | সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, কোর্ট মাস্টার এবং আপার ডিভিশন ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা: | ৫ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৫.২০২৩ |
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
সুপারিনটেনডেন্ট- প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের অধীনে অফিসার বা অনুরূপ স্তরে আসীন হতে হবে। ৫৫০০-১৭৫-৯০০০ স্কেলে তিন বছরের পরিষেবা বা একই ক্যাডার বা বিভাগে পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য। ৫০০০-১৫০-৮০০০ স্কেলে বা সমমানের ক্যাডারে পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য। এছাড়াও প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট- সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট বা সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের অধীনে অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লারিক্যাল সার্ভিসের আপার ডিভিশন ক্লার্ক/ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আপার ডিভিশন ক্লার্ক এবং সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের অধীনে বিভিন্ন ডিরেক্টরেটের গ্রেডে পাঁচ বছরের পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
কোর্ট মাস্টার- কেন্দ্রীয় সরকারের অধীনে ট্রাইব্যুনাল বা কমিশনের কোর্ট মাস্টার।
বা
সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লারিক্যাল সার্ভিস বা ট্রাইব্যুনাল বা কেন্দ্রীয় সরকারের অধীনে কমিশনের আপার ডিভিশন ক্লার্ক গ্রেডে পাঁচ বছরের নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
আপার ডিভিশন ক্লার্ক- সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লারিক্যাল ট্যাক্স ডিপার্টমেন্টের আপার ডিভিশন ক্লার্ক এবং সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের ইনকাম ডিরেক্টর, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ক্লেরিক্যাল সার্ভিসেস/ সিবিডিটি-এর অধীনে থাকা ডিরেক্টরেটে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেডে আট বছর নিয়মিত পরিষেবা দিয়েছেন এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
সুপারিনটেনডেন্ট- পে স্কেল ৭
অ্যাসিস্ট্যান্ট- পে স্কেল ৬
কোর্ট মাস্টার- পে স্কেল ৫
আপার ডিভিশন ক্লার্ক- পে স্কেল ৪
আরও পড়ুনঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন!
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
৩ বছর
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র প্রেস্ক্রাইব মোডে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘The Registrar; Appellate Tribunal SAFEMA, 4th Floor, ‘A ’ wing, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/04/Ministry-of-Finance-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।