গত ১২ মার্চ এলআইসি এডিও প্রিলিমস্ ২০২৩-এর পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে অপারেটিং ডেভলেপমেন্ট অফিসার পদে মোট ৯৩৯৪ জন প্রার্থী নেওয়া হবে।
কীভাবে দেখবেন রেজাল্ট?
ধাপ ১: প্রথমে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট licindia.in- ক্লিক করুন
ধাপ ২: হোমপেজে গিয়ে একেবারে নীচের কেরিয়ার ট্যাবে ক্লিক করুন
ধাপ ৩: এখন ‘Recruiment Of Apprentice Devlopment Officer 22-23’-এর লিঙ্কে ক্লিক করুন
advertisement
ধাপ ৪: সম্বন্ধিত ক্ষেত্রে ক্লিক করুন
ধাপ ৫: ফলাফলের পিডিএফ স্ক্রিনে দেখতে পাবেন
ধাপ ৬: এখন মেধা তালিকায় রোল নম্বর দেখে নিন
আরও পড়ুন: পোস্ট অফিসের অধীনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে!
LIC ADO Result 2023: মেইমনস্ পরীক্ষার প্যাটার্ন
এলআইসি এডিও মেইনস্ পরীক্ষায় হবে আগামী ২৩ এপ্রিল। মেইনস্ বা মুখ্য পরীক্ষা ১৬০ নম্বরের হবে। উত্তরের জন্য ২ ঘন্টা সময় পাওয়া যাবে৷ পরীক্ষার্থীদের কাছে অনুরোধ তাঁরা যেন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ভাল করে দেখে নেন৷
রিজনিং এবিলিটি অথবা নিউম্যারিক্যাল এবিলিটি- ৫০ নম্বর
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ, বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
সামান্য জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি ভাষা- ৫০ নম্বর
জীবন বিমা এবং ফিনান্সিয়াল মার্কেটিং অ্যাওয়ারনেস সঙ্গে লাইফ ইনসিওরেন্স এবং ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা আবশ্যিক৷ এ বিষয়ের জন্য বরাদ্দ নম্বর- ৬০ নম্বর