আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি নং- ISRO HQ:RMT:01:2022
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পদ নং ১- অ্যাসিস্ট্যান্ট (রাজভাষা)- ৪টি পদ
পদ নং ২- অ্যাসিস্ট্যান্ট (রাজভাষা)- ৩টি পদ
সংস্থা | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট (রাজভাষা) |
শূন্যপদের সংখ্যা | ৭ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৮.১২.২০২২ |
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০% নম্বর সহ স্নাতক বা ৬.৩২ সিজিপিএ সহ উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটারে হিন্দি টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের ইংরেজিতেও টাইপরাইটিং দক্ষতা থাকা কাম্য।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে https://www.isro.gov.in/ যেতে হবে
এরপর হোম পেজে কেরিয়ার বিভাগে যেতে হবে
তারপর ‘ Advt.No.ISRO HQ:RMT:01:2022 dated 08.12.2022 for recruitment to the post of Assistant (Rajbhasha)' লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
এবারে প্রার্থীরা বিজ্ঞপ্তি একটি পিডিএফ পাবেন, সেটি ডাউনলোড করতে হবে
এরপর নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরি করতে চান? ১৭৬০ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, ১৫৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2022_Dec/AdvtRajbhashaWebsite2022Bilingual.pdf ক্লিক করতে পারেন।