বছর দেড়েক আগে রাজারহাটে প্রস্তাবিত তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো করে ইনফোসিস। বুধবার সংস্থার তরফে ট্যুইটে বলা হয়েছে, 'কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।'
আরও পড়ুন: দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ! অবশ্যই জানুন
সূত্রের দাবি, প্রকল্পে ভবনের অনেকটাই তৈরি হয়েছে। সেক্টর ফাইভে সাময়িক কার্যালয়ও চালু করেছে ইনফোসিস। গত ২-৩ বছর ধরেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। তারও আগে বাম আমলে ইনফোসিসের বিশেষ আর্থিক অঞ্চল বা স্পেশ্যাল ইকোনমিক জোন (সেজ) থাকলেও, নানা জটে প্রকল্প থমকায়। তৎকালীন বিরোধী তৃণমূল কংগ্রেসই আপত্তি তুলেছিল সেজ তকমা নিয়ে। পরে সেজ বাদে প্রকল্প রূপায়ণের কাজে উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
১০ বছর আগে রাজারহাটের অ্যাকশন এরিয়া ৩-এ ৫০ একর জমি পায় ইনফোসিস। যদিও সেই কাজ শুরু হয়নি তখন। পরে শর্থ শিখিলের মাধ্যমে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। ২০২১ সালে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রকল্পের ভূমিপুজোর কথাও জানিয়েছিলেন। তার প্রায় দেড় বছর পর এবার সুখবর দিল ইনফোসিস নিজেই।