এ ছাড়াও রেলওয়ে খুব শীঘ্রই ২.৪ লক্ষ পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। বিশেষ করে সেফটি স্টাফ, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর ইত্যাদি পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। যে সকল প্রার্থীরা রেলওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা এবার পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা এই বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় রেলের ওয়েবসাইট চেক করতে পারেন।
advertisement
আরও পড়ুনঃ আগামী ৪৮ ঘণ্টায় তোলপাড় বাংলা, প্রবল ঝড়-বৃষ্টিতে ভাসবে উত্তর-দক্ষিণের ‘এই’ জেলাগুলি
গ্রুপ এ
গ্রুপ এ বিভাগের পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কম্বাইন্ড মেডিকেল সার্ভিস দ্বারা সংঘটিত হবে।
গ্রুপ বি
গ্রুপ বি অর্থাৎ সেকশন অফিসার গ্রেডে ডেপুটেশনের ভিত্তিতে নেওয়া হবে।
আরও পড়ুনঃ গোলাপে ঢাকা বিরিয়ানি-চিকেন চাঁব! অশোকনগরের ‘এই’ দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিক বাঙালি
গ্রুপ সি
এর মধ্যে রয়েছে স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, ক্লার্ক, কমার্সিয়াল অ্যাপ্রেন্টিস, সেফটি স্টাফ, ট্রাফিক অ্যাপ্রেন্টিস এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পদ।
গ্রুপ ডি
গ্রুপ ডি পদের মধ্যে রয়েছে ট্রাক ম্যান, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট ম্যান, সাফাইওয়ালা, গানম্যান, পিওন এবং বিভিন্ন সেলে বিভিন্ন পদ।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর আরআরবি রিজন বা আরআরসি বা মেট্রো রেল অপশন সিলেক্ট করতে হবে।
যে বিভাগে প্রার্থীরা আবেদন করতে চান সেটি সিলেক্ট করতে হবে।
রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভাল করে পড়তে হবে।
ভাল করে পড়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
রেলে আবেদনের জন্য নির্ভুল আধার কার্ড থাকা প্রয়োজন।
সবশেষে আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে।
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করে নিতে পারেন।
প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদনপত্র পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।