ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ, ২০২৩ তারিখে শুরু হয়েছে অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আর বিজ্ঞপ্তি প্রকাশের এক মাসের মধ্যেই প্রার্থীদের অফলাইন আবেদনপত্র জমা করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: কলেজে অধ্যাপনা করতে চান? রয়েছে সুবর্ণ সুযোগ! এখনই আবেদন করুন
advertisement
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর - ৪টি পদ
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট - ১৮টি পদ
মাল্টিটাস্কিং স্টাফ - ১৯টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট |
পদের নাম | ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ |
শূন্যপদের সংখ্যা | ৪১ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১.০৪.২০২৩ |
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর - স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট - স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি
মাল্টিটাস্কিং স্টাফ - দশম শ্রেণী উত্তীর্ণ
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: ক্রীড়ার তালিকা
অ্যাথলেটিক্স
বক্সিং
ব্যাডমিন্টন
ক্রিকেট
ভলিবল
হকি
কাবাডি
স্যুইমিং
ওয়েটলিফটিং
রেসলিং
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা (১ জানুয়ারি, ২০২৩ তারিখের হিসেব অনুযায়ী)
ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর - ৩০ বছর
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট - ১৮ থেকে ২৭ বছরের মধ্যে
মাল্টিটাস্কিং স্টাফ - ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
আরও পড়ুন: ভারতে বসেই পড়া যাবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, এই সুবর্ণ সুযোগটি জেনে নিন
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
ইনকাম ট্যাক্স ইনস্পেক্টর - পে লেভেল ৭ (৪৪৯০০ টাকা - ১২৪৪০০ টাকা)
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট - পে লেভেল ৪ (২৫৫০০ টাকা - ৮১১০০ টাকা)
মাল্টিটাস্কিং স্টাফ - পে লেভেল ১ (১৮০০০ টাকা - ৫৬৯০০ টাকা)
ইনকাম ট্যাক্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
পূরণ করা আবেদন ফর্ম জরুরি নথিপত্র-সহ রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে প্রার্থীদের এই ঠিকানায় Assistant Commissioner of Income Tax (Admn), 2nd Floor, Aayakar Bhawan, 16/69 Civil Lines Kanpur 208001 পাঠাতে হবে। উপরে লিখতে হবে “Application for Recruitment in Sports Quota for the Post of Inspector/Tax Assistant/Multi-Tasking Staff”।