আবেদনের তারিখ :
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৯ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৯ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ :
প্রতিষ্ঠানের তরফে মোট ১০৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা মেশিনিস্ট, শিট মেটাল, ওয়েল্ডার, মেকানিক রেডিও রাডার এয়ারক্রাফ্ট বা ইলেকট্রনিক মেকানিক, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান এয়ারক্রাফ্ট, ফিটার/মেকানিক মেশিন টুল মেইনটেনেস ইত্যাদি ট্রেডের জন্য আবেদন করতে পারেন।
মেশিনিস্ট- ৩টি পদ
শিট মেটাল- ১৫টি পদ
ওয়েল্ডার- ৪টি পদ
মেকানিক রেডিও, রাডার এয়ারক্রাফট, ইলেকট্রনিক মেকানিক- ১৩টি পদ
কার্পেন্টার- ২টি পদ
ইলেকট্রিসিয়ান এয়ারক্রাফট- ৩৩টি পদ
ফিটার/মেকানিক মেশিন টুল মেইনটেনেন্স- ৩৮টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ভারতীয় বিমান বাহিনী |
পদের নাম: | মেশিনিস্ট, শিট মেটাল, ওয়েল্ডার, মেকানিক রেডিও রাডার ইত্যাদি ট্রেডে অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ১০৮ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১৯.১২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৯.০১.২০২৩ |
গুরুত্বপূর্ণ তারিখ :
অ্যাপ্রেন্টিস পরীক্ষার তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০২৩- ১ মার্চ, ২০২৩
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ- ৩ মার্চ, ২০২৩
কোর্স শুরুর তারিখ- ৩ এপ্রিল, ২০২৩
আরও পড়ুন : স্যুইমিং স্যুটে এ যেন অন্য দীপিকা! শাহরুখের সঙ্গে পর্দায় ঝড় তুুললেন আরও একবার
আবেদনের যোগ্যতা :
প্রার্থীদের দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি :
প্রার্থীদের দশম, দ্বাদশ ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আরও পড়ুন : 'আবার দেখা হবে'! প্রয়াত সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে অভিনব উদযাপন শেহনাজের
ভাতা :
প্রতি মাসে প্রার্থীদের ৮৮৫৫ টাকা ভাতা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
প্রার্থীদের এই ওয়েবসাইটের apprenticeshipindia.gov.in মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।