স্যুইমিং স্যুটে এ যেন অন্য দীপিকা! শাহরুখের সঙ্গে পর্দায় ঝড় তুুললেন আরও একবার
- Published by:Aryama Das
Last Updated:
আজ দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্ট যেন আগুনের ফুলকি
#মুম্বই: পাঠানের প্রতিটা আপডেট শাহরুখ খান ভক্তদের জন্য বড় বিষয়৷ শুক্রবার সকালেই আবার একটা সুখবর এসে গিয়েছে৷ শাহরুখ খানের ট্যুইটার পোস্ট ইতিমধ্যেই ঝড় তুলেছে নেটমাধ্যমে৷
Of Boats…of Beauty….and Besharam Rang! Song releasing tomorrow at 11 AM- https://t.co/F4TpXiidWz Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you on 25th January, 2023. Releasing in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/4afmxsJKvf
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2022
advertisement
advertisement
পাঠানের আসন্ন গান বেশরম রং থেকে কিছুটা পোস্ট করেছেন। শাহরুখ-দীপিকার থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি৷ ছবিতে দীপিকা পাড়ুকোনকে সোনালি সাঁতারের পোশাকে পোজ দিতে দেখা গিয়েছে৷ শাহরুখ খান শাহরুখ খান গানের স্টিল শেয়ার করেছেন৷ তিনি বলেছেন যে ট্র্যাকটি ১২ ডিসেম্বর মুক্তি পাবে। তিনি টুইট করেছেন: "বেশরম রঙের প্রায় সময় হয়ে এসেছে! গানটি ১২-এ মুক্তি পাবে।"
advertisement
advertisement
আজ দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম পোস্ট যেন আগুনের ফুলকি৷ শাহরুখ খানের শার্টলেস লুক আর দীপিকার স্যুইমিং-এর পোশাকে নাচের ঝলকে মুগ্ধ নেটদুনিয়া
প্রসঙ্গত, 'পাঠান'-এর ট্রেলারে অন্য শাহরুখের দেখা মিলেছে। আর তাতেই কয়েক গুন বেড়ে গিয়েছে দর্শকের আগ্রহ। সিদ্ধার্থ বললেন, "স্টান্ট করার জন্য ওকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। নানা বিপজ্জনক জায়গা এবং প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে ও। দেশকে তার সব চেয়ে বড় অ্যাকশন ছবিটি উপহার দেওয়ার জন্য ও যা নিষ্ঠা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 2:13 PM IST