প্রার্থীরা এইচডিএফসি ব্যাঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, “ফিউচার ব্যাঙ্কার্স ২.০ হল এমন একটি বার্ষিক প্রফেশনাল ডিপ্লোমা যার লক্ষ্য হবে এইচডিএফসি ব্যাঙ্কের রিটেল ব্যাঙ্কিং পরিষেবাকে আরও শক্তিশালী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা।”
ফিউচার ব্যাঙ্কার্স ২.০ প্রোগ্রাম ক্লাসরুম সেশন, গেস্ট লেকচার, গ্রুপ ডিসকাশন, রোল প্লে এবং ফিল্ড ওয়ার্কের মতো নানা ধরনের এডুকেশন অফার করে। এর পাশাপাশি ব্যাঙ্কিং প্রোডাক্ট, প্রসেস, কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক এবং প্রতিদিনের ব্যাঙ্কিংয়ে তরুণদের উপস্থিতিকে আরও জোরদার করার জন্য এই প্রোগ্রামটি দেশের বিভিন্ন অংশে এইচডিএফসি ব্যাঙ্কের ব্র্যাঞ্চে অফার করা হয়।
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, এই কোর্সটি সফল ভাবে সম্পন্ন হলে ইন্টার্নদের বিএসএসআইয়ের মণিপাল অ্যাকাডেমি থেকে সেলস অ্যান্ড রিলেশনশিপ ব্যাঙ্কিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং এইচডিএফসি ব্যাঙ্কে ডেপুটি ম্যানেজারের গ্রেডে পার্সোনাল ব্যাঙ্কার হিসাবে নিশ্চিত চাকরির সুযোগ দেওয়া হবে। সমস্ত সফল প্রার্থীদের ৫.৫৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক সিটিসি অফার করা হবে।
ব্যাঙ্কের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার বিনয় রাজদান জানিয়েছেন, ফিউচার ব্যাঙ্কার্স ২.০ পোস্ট-গ্র্যাজুয়েটদের জন্য কাজ পাওয়ার এক মহত্তর মাধ্যম হিসেবে কাজ করতে চলেছে বলেই মনে করছেন কেরিয়ার বিশেষজ্ঞরা। নতুন নিয়োগপ্রাপ্তরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি লিডারের সঙ্গে কাজ করতে পারবেন যাঁরা এই কোর্সটি সফল ভাবে উত্তীর্ণ হবেন। ফিউচার ব্যাঙ্কার্স ২.০-এর অধীনে শিক্ষার্থীরা কম্পিটেটিভ পে স্কেলে চাকরিতে প্র্যাক্টিক্যাল ট্রেনিং পাওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: সেনাবিভাগে যোগ দিতে চান? নিয়োগ করছে SSB, সরকারের চাকরিতে এখনই আবেদন করুন
মণিপাল গ্লোবালের চিফ বিজনেস অফিসার রবিন ভৌমিক জানিয়েছেন, “বিএফএসআইয়ের মণিপাল অ্যাকাডেমি প্রশিক্ষণার্থীদের দক্ষ, যোগ্য একজিকিউটিভ হওয়ার জন্য সমস্ত রকম ভাবে সাহায্য করবে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে এই দীর্ঘস্থায়ী অ্যাসোসিয়েশনের মাধ্যমে তরুণ প্রফেশনালদের ভবিষ্যত গঠন করতে এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির হাতে মানসম্পন্ন কর্মী তুলে দিতে আমরা প্রস্তুত এবং গর্বিত”।