আবেদনের যোগ্যতা:
জেনারেল ডিউটি (অল আর্মস): মোট অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক। এবং প্রতিটি বিষয় অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। সোলজার জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে গোর্খা প্রার্থীরা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে বৈধ লাইট মোটর ভেইক্যল ড্রাইভিং লাইসেন্স থাকলে থাকবে অগ্রাধিকারের সুযোগ।
advertisement
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে চাকরির মহাসুযোগ! জানুন বিস্তারিত
টেকনিক্যাল (অল আর্মস): মোট অন্তত ৫০ শতাংশ নম্বর-সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ইংরেজি পড়ে থাকতে হবে। প্রতিটি বিষয়ে অন্তত ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও ইংরেজি সহ মাধ্যমে আইটিআই কোর্স পাশ, এন এস কিউ এফ লেভেল এ অন্তত ৪ হতে হবে। প্রার্থীর মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে নিম্নলিখিত যেকোনো একটি ট্রেডে অন্তত ২ বছর মেয়াদের আইটিআই অথবা ২ বা ৩ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স পাশ করতে হবে।
ট্রেড গুলি হল: মেকানিক মোটর ভেহিক্যল, মেকানিক ডিজেল, ইলেক্ট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেক্ট্রনিক্স মেকানিক সিস্টেম, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ইন্সট্রুমেন্ট মেকানিক, ড্রাফটম্যান, সার্ভেয়র, জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইন্টেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক-কাম-অপারেটর ইলেক্ট্রিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। পাশাপাশি মাধ্যমিকে বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজিতে অন্তত ৪০ শতাংশ করে নাম্বার পেয়ে থাকতে হবে।
ক্লার্ক বা স্টোরকিপার (টেকনিক্যাল অল আর্মস): মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। পাশাপাশি প্রতিটি বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি এবং ম্যাথমেটিক্স বা বুক কিপিং বা অ্যাকাউন্টেসে অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
ট্রেডসম্যান (অল আর্মস): মাধ্যমিক পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ।
আরও পড়ুন- অর্থবর্ষের শেষে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির বাম্পার সুযোগ! জানুন বিস্তারিত
ট্রেডসম্যান (অল আর্মস): ক্লাস এইট পাশ। প্রতিটি বিষয়ে অন্তত ৩৩ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
দৈহিক মাপজোক: উচ্চতা ১৬৯ সেমি। তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১৬২ সেমি। ভারতীয় গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ এবং ৮২ সেমি। রাজ্যে ও জাতীয় স্তরের খেলোয়াড়রা উচ্চতা, বুকের ছাতির মাপ এবং ওজন ওজন যথাক্রমে ২ সেমি, ৩ সেমি ও ৫ কেজি এবং সমরকর্মী, প্রাক্তন সমরকর্মী ও যুদ্ধে নিহত সৈনিকদের ছেলেরা যথাক্রমে ওই তিন ক্ষেত্রে যথাক্রমে ২ সেমি, ১ সেমি ও ২ কেজি ছাড় পাবে।
বয়স: ১-১০-২০২৩ তারিখের সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।অর্থাৎ জন্মতারিখ ১-১-২০০২ থেকে ১-৪-২০০৬-এর মধ্যে হতে হবে।
বেতন: প্রথম বছরে প্রতি মাসে ৩০,০০০ টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৩,০০০ টাকা তৃতীয় বছরে প্রতিমাসে ৩৬,৫০০ টাকা এবং চতুর্থ বছরে প্রতি মাসে ৪০,০০০ টাকা পাবে।
নির্বাচন পদ্ধতি: প্রার্থী বাছাই হবে দু পর্যায়ে হবে, কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা এবং র্যালির মাধ্যমে। অনলাইন পরীক্ষার শুরু হবে ১৭ এপ্রিল। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। অন্যদিকে, র্যালিতে থাকবে দৈহিক মাপজোক যাচাই ও দৈহিক সক্ষমতার পরীক্ষা নথিপত্র যাচাই। মেডিকেল টেস্ট দৈহিক সক্ষমতার পরীক্ষায় হবে সর্বাধিক ৫.৪৫ মিনিটে ও ১.৬ কিলোমিটারের দৌড়। আগে দৌড় শেষ করলে বোনাস নম্বরও পাওয়া যাবে। জ্যাক ব্যালেন্স ১০ টি বিম ও ৯ ফুট লং জাম্প (ডিচ)। দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মেডিকেল টেস্ট নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। উপরেোক্ত ওয়েবসাইটে লগইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডের এক কপি রঙিন প্রিন্ট আউট করে নেবেন।
পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ অনলাইনে জমা করতে হবে ২৫০ টাকা। অনলাইনে ডেবিট কার্ড, (মাস্টার/ভিসা/রুপে/মায়েস্ত্রো), ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই এর মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ই-রিসিপটের এককপিও প্রিন্ট আউট করে নেবেন এটি নিজের কাছে রাখবেন পরে কাজে লাগবে। এছাড়া অনলাইনে দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্টআউট নিবেন এগুলি কোথাও পাঠাতে হবে না কিন্তু পরে দরকার হতে পারে।
চার বছর মেয়াদ শেষে হলে সেনাবাহিনীতে শর্তানুসারে চাকরির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পাবেন। বাকি ৭৫ শতাংশ অগ্নিবীর অবসরের পর যাতে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারেন সেই জন্য আর্থিক অঙ্কে বিশেষ সেবা নিধি প্যাকেজ দেওয়া হবে। তবে কোন পেনশন গ্র্যাচুইটি বা প্রাক্তন সমরকর্মীর প্রাপ্য সুযোগ সুবিধা আরা পাবেন না।