NPCIL বিভিন্ন বিভাগে ডেপুটি ম্যানেজার এবং জুনিয়র হিন্দি অনুবাদকের ১২৯ টি পদে নিয়োগ করছে। আবেদনকারীরা ২৯ মে, ২০২৩ পর্যন্ত npcilcareers.co.in-এ আবেদন করতে পারবেন। ডেপুটি ম্যানেজার (এইচআর) এর জন্য ৪৮টি পদ, ডেপুটি ম্যানেজারের (এফডিএ) জন্য ৩২টি পদ, ডেপুটি ম্যানেজার (সিএন্ডএমএম) এর জন্য ৪২টি পদ, ডেপুটি ম্যানেজার (আইনি) এর জন্য দুটি পদ এবং জুনিয়র হিন্দি অনুবাদকের জন্য চারটি পদ রয়েছে।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
আরও পড়ুন: কনস্টেবল নিয়োগের পরীক্ষা, কবে, কোথায় জেনে নিন
ডেপুটি ম্যানেজার পদের জন্য ৫০০ টাকা এবং জুনিয়র হিন্দি অনুবাদক পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি শুধুমাত্র সাধারণ, EWS এবং OBC বিভাগের পুরুষ আবেদনকারীদের জন্য নির্ধারিত।
নরেশ পারেক
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 5:27 PM IST