নয়াদিল্লি: সেন্ট্রাল সিলেকশন বোর্ড (কনস্টেবল নিয়োগ) প্রোহিবিশন কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করেছে ১৪ মে, ২০২৩ তারিখে। বিহারের দ্বারভাঙা জেলা প্রশাসনের তরফ যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সদর চন্দ্রিমা অত্রি জানান, জেলার শহরাঞ্চলে অবস্থিত ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, অনিয়মমুক্ত ও সফল পরীক্ষা হতে পারে, সেই জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হবে। ফলে ওই দিন পরীক্ষা কেন্দ্রের আশপাশের ২০০ মিটার ব্যাসার্ধে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য পরীক্ষার দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাউড স্পিকার ব্যবহার ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন, ব্লু-টুথ, ওয়াই-ফাই গ্যাজেট, ইলেকট্রনিক পেন, পেজার, হোয়াইটনার, ইরেজার, ব্লেড, সেলুলার ফোন এবং অন্য যে কোনও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। সকাল ৯টার মধ্যে সকল পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকে যেতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: আইআরসিটিসি-তে জেনারেল ম্যানেজার নিয়োগ, দারুণ এই সুযোগ হাতছাড়া করবেন না
পরীক্ষাকেন্দ্রের তালিকা—
প্লাস ২ বিকেডি, রাজকিয়া বাল হাই স্কুল (জেলা স্কুল), মিল্লাত কলেজ, সিএম. কলেজ ফোর্ট ঘাট, সিএম. সায়েন্স কলেজ দ্বারভাঙা, এমএলএসএম কলেজ দ্বারভাঙা, কেএস কলেজ লাহেরিয়াসরাই, প্লাস ২ এমএল একাডেমি লাহেরিয়াসরাই, প্লাস ২ শফি মুসলিম হাই স্কুল লাহেরিয়াসরাই, প্লাস ২ এমআর মহিলা বিদ্যালয় লালবাগ দ্বারভাঙা, মহারানি কল্যাণী কলেজ লাহেরিয়াসরাই, মারোয়ারি কলেজ দ্বারভাঙা, প্লাস ২ এমএল একাডেমি, ড.রাজেন্দ্র প্রসাদ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বারভাঙা, দ্বারভাঙা পলিটেকনিক কলেজ কাদিরাবাদ।
আরও পড়ুন: উপজাতি বিষয়ক মন্ত্রকে সরকারি চাকরির মহাসুযোগ, আজই আবেদন করুন
এইচবি সোগরা হাসান উর্দু মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, বিবি পাকার দ্বারভাঙা, প্লাস ২ আরএনএম রাজকিয়া বালিকা উচ্চ বিদ্যালয় লাহেরিয়াসরাই, মুকুন্দি চৌধুরী উচ্চ বিদ্যালয় কাদিরাবাদ দ্বারভাঙা, হাই স্কুল, রাজকীয় উচ্চ বিদ্যালয়। ২ সর্বোদয় উচ্চ বিদ্যালয়, গঙ্গা সাগর দ্বারভাঙা, সুন্দরপুর উচ্চ বিদ্যালয় বেলা, মারোয়ারি উচ্চ বিদ্যালয় দ্বারভাঙা, এমআরএম কলেজ দ্বারভাঙা, এমকেপি বিদ্যাপতি উচ্চ বিদ্যালয় দ্বারভাঙা, করপুরী ঠাকুর রাজকিয়া উচ্চ বিদ্যালয় লাহেরিয়াসরাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Constable, Job News