পদের নাম:- বিজ্ঞপ্তি অনুসারে এসজি বা জেএজি স্তরে অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিয়োগে করবে। পাশাপাশি ডিওয়াই পদেও হবে নিয়োগ। এছাড়াও চুক্তিভিত্তিক চিফ ইঞ্জিনিয়ার,আর্বিটেশন, সিভিল, এক্সপার্ট পদে নিয়োগ হবে।
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, ৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: অল ইন্ডিয়া রেডিওর অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
আবেদন পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের সাদা কাগজে বিস্তারিত বায়ো-ডেটা লিখে পাঠাতে হবে। বায়ো-ডেট থাকা তথ্যের প্রমাণ স্বরূপ প্রয়োজনীয় প্রশংসাপত্র সহ যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা (যদি থাকে) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক নথি যাচাইকরণ করার পর জমা দিতে হবে। আবেদনপত্রে খামের উপরে লেখা থাকতে হবে — “APPLICATION FOR APPOINTMENT TO THE POST OF_____ ON CONTRACTUAL.”
জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন), কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা-৭০০০২১, (General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited (KMRCL), KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021)-এই ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।
নির্বাচন পদ্ধতি:- প্রার্থীদের নির্বাচন প্রক্রতয়া নির্ধারণ করবে কলকাতা মেট্রো রেলের গভর্নিং বডি। পরীক্ষার ও ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় ও স্থান সঠিক সময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে। এই গুরুত্বপূর্ণ তথ্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা নিতে হবে।