আরও পড়ুন– রেসিং বাইক থেকে ছিটকে পড়ে চুরমার হেলমেট! অকালেই ঝরে গেলেন জনপ্রিয় ইউটিউবার
আসলে গত মঙ্গলবারই প্রথম দেউলিয়া হওয়ার কথা ঘোষণা করেছে গো ফার্স্ট। এই খবরে যারপরনাই উদ্বেগে ভুগছেন কর্মীরা। ফলে এখন তাঁরা অন্য পথ দেখতে শুরু করে দিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, আর এই কারণেই এয়ার ইন্ডিয়ার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে তড়িঘড়ি ছুটে যান গো ফার্স্ট সংস্থার বিমান চালক এবং বিমান কর্মীরা। এমনকী, যাঁরা ইন্টারভিউ নিয়েছেন, তাঁরা জানিয়েছেন যে, এয়ার ইন্ডিয়ার ইন্টারভিউতে আবেদনকারী প্রার্থীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আর এর জন্য গো ফার্স্টের এই অবস্থাকে দায়ী করা হচ্ছে। কারণ এই বিমান সংস্থায় রয়েছেন প্রায় ৭ হাজার কর্মী।
advertisement
যদিও এর আগে ইন্ডিগো, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া একই ধরনের নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করেছিল। তবে সেক্ষেত্রে তেমন সাড়া মেলেনি। সাম্প্রতিক কালে সরকারের থেকে এয়ার ইন্ডিয়া ফের কিনে নিয়েছিল টাটা গ্রুপ। তারা এই বছরেই ৪২০০ কেবিন ক্রু এবং ৯০০ জনেরও বেশি বিমান চালক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল আগেই। আর এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই আবার ট্যুইট করে জানিয়েছে যে, দিল্লি এবং মুম্বইয়ে এই নিয়োগের প্রক্রিয়া শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
মাত্র বছর দুয়েক আগেই গো ফার্স্টে যোগ দিয়েছিলেন এক বিমান চালক। নতুন চাকরির খোঁজে তিনি এয়ার ইন্ডিয়ার নিয়োগে যোগ দিতে এসে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় ছিলেন। জানালেন যে, ওই বিমান সংস্থা এমন ভাবে কাজকর্ম চালাচ্ছিল, মনে হচ্ছিল যেন সব কিছু স্বাভাবিকই রয়েছে। তবে তিনি আরও যোগ করেছেন যে, “বিমান চালনার লাইসেন্স বৈধ রাখার জন্য আমাদের কাজ করতেই হবে।” আবার গো ফার্স্ট-এর ২৭ বছর বয়সী এক বিমান কর্মী বলেন যে, “ভিস্তারার মতো বিমান সংস্থায় কাজ করার স্বপ্ন বরাবরই দেখেছি। সেই সঙ্গে টাটা-র মতো সংস্থার হাতে আমাদের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত থাকবে।”