TRENDING:

টেটের অঙ্ক প্রশ্নে ‘টেকনিক্যাল ভুল’, স্বীকার পর্ষদের, ব্যবস্থারও আশ্বাস

Last Updated:

গৌতম পাল বলেন, আমাদের অনেকরকম সমস্যার মুখে পড়তে হয়৷ আগের টেট নিয়ে অনেকগুলি কেস আছে, প্রতিবন্ধকতা আছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টেট কী কোনওরকম সমস্যা ছাড়াই উতরে যাবে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন থাকলেও বড় কোনও সমস্যা ছাড়াই ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট শেষ হয়েছে৷ তবে তার মধ্যেও একটি সমস্যা থেকেই গিয়েছে৷ একটি সেটের প্রশ্নে অঙ্কের একটি প্রশ্নে ‘টেকনিক্যাল সমস্যা’ ছিল বলে অনেকে মত প্রকাশ করেন৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সে কথা স্বীকার করে নিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল৷
advertisement

তিনি সাংবাদিক বৈঠক থেকে বললেন, ‘‘অঙ্কের একটি প্রশ্নে টেকনিক্যাল ফল্ট হয়েছিল৷ পরীক্ষা চলাকালীন অনেকে আমাকে ফোন করেছিলেন অনেকেই৷ বাংলা ভাষার যে প্রশ্ন, তার এটি সিরিজে সমস্যা হয়েছিল৷ যাঁদের কাছে এই সিরিজের প্রশ্ন গিয়েছিল, তাঁদের স্বার্থে পর্ষদ ব্যবস্থা নেবে৷’’ অর্থাৎ, পুরোপুরি নির্বিঘ্নে সম্পন্ন হল না এ বারের টেটও৷ একটি প্রশ্ন বিঘ্ন ঘটার সমস্যা রয়েই গেল৷

advertisement

আরও পড়ুন: তৃণমূল ঘনিষ্ঠদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র, টেট মিটতেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

আরও পড়ুন: আজ সেই ১২ ডিসেম্বর, মিলবে শুভেন্দুর ভবিষ্য়দ্বাণী? বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে

গৌতম অতীত মনে করিয়ে দিয়ে আরও বলেন, ‘‘অতীতে টেট-এর প্রশ্নে ভুল ছিল৷ তার জন্য পরীক্ষার্থীরা নম্বরও পেয়েছেন৷ বোর্ডের একটি অ্যাডহক কমিটি আছে৷ সেই বৈঠকে এই প্রশ্ন ভুল-এর টেকনিক্যাল সমস্যা-এর কথা জানাব৷ রেজাল্টের আগেই আমরা জানাব, এই প্রশ্নের উত্তর দিলে কী হবে, তবে মনে রাখতে হবে, এটা প্রশ্নে ভুল নয়, ছাপার ভুল৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নিয়োগ প্রশ্নে তিনি আবারও বলেন, ‘‘আমরা চাইছি দ্রুত নিয়োগ করতে৷ সরকার আমাকে বলেছে, এই বছরের মধ্যে নিয়োগ করতে৷ আমাদের অনেকরকম সমস্যার মুখে পড়তে হয়৷ আগের টেট নিয়ে অনেকগুলি কেস আছে, প্রতিবন্ধকতা আছে৷’’ তবে, এখন পর্ষদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব নিয়োগ দিয়ে দেওয়া যায়, সেটাও মনে করিয়ে দেন তিনি৷

বাংলা খবর/ খবর/চাকরি/
টেটের অঙ্ক প্রশ্নে ‘টেকনিক্যাল ভুল’, স্বীকার পর্ষদের, ব্যবস্থারও আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল