জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩১.০৫.২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের ১২.০৬.২০২৩. তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোয় চাকরির সুযোগ! কী ভাবে আবেদন করবেন, জেনে নিন
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | জিএআইএল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | গুজরাত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | আবেদনের শেষ তারিখ |
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: কাজের স্থান
নির্বাচিত প্রার্থীকে এই ঠিকানায়, ‘Occupational Health Centre at Gas Processing Unit, Gandhar, Village: Rozatankaria, Taluka: Amod, District: Bharuch- 392140 (Gujarat)’, নিয়োগ করা হবে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় ইন্টার্নশিপ এবং রেজিস্ট্রেশন করা প্রার্থীরা যাঁদের এমবিবিএস ডিগ্রি রয়েছে এবং যাঁরা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ন্যূনতম তিন মাসের জন্য ইন্ডাস্ট্রিয়াল হেলথে সার্টিফিকেট কোর্স করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: কাজের অভিজ্ঞতা
ভারতীয় সেনাবাহিনীতে ন্যূনতম ১৫ বছরের চাকরি
ডব্লুএলআর বা রাডার অপারেশনের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
আরও পড়ুন: অর্থমন্ত্রকে চাকরির বিরাট সুযোগ, আজই আবেদন করুন
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিবরণ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের যথাসময়ে অবহিত করা হবে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা hrgandhar@gail.co.in ই-মেলের মাধ্যমে সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্ট সহ তাঁদের যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে পারেন।