Government Job News: অর্থমন্ত্রকে চাকরির বিরাট সুযোগ, আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Government Job News: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে।
নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ ফিনান্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কম্পিটেন্ট অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটর পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে মিনিস্ট্রি অফ ফিনান্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিনামূল্যে চাকরির কোর্সের প্রশিক্ষণ, ৫টি দারুণ বিষয়ে ডিপ্লোমার সুযোগ! কোথায় জানুন
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ ফিনান্স |
পদের নাম: | কম্পিটেন্ট অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটর |
শূন্যপদের সংখ্যা: | বিশদ দেখুন |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৩.০৬.২০২৩ |
advertisement
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
এসএএফইএমএ-র কেন্দ্রীয় সরকারের অফিসাররা আবেদনের যোগ্য। এছাড়াও এনডিপিএসএ- কাস্টমস কমিশনার বা সেন্ট্রাল এক্সাইজ কমিশনার বা ইনকামট্যাক্স কমিশনার বা সমতুল্য পদের কেন্দ্রীয় সরকারের অফিসাররাও আবেদনের যোগ্য।
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
নির্বাচিত প্রার্থীরা লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০-২১৮২০০ টাকা মাসিক বেতন পাবেন।
advertisement
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীকে ৫ বছরের চুক্তির ভিত্তিতে নির্বাচন করা হবে।
মিনিস্ট্রি অফ ফিনান্স রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
view commentsআগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথ ভাবে তা পূরণ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় ‘Room No.51-II, Department of Revenue, Ministry of Finance, North Block, New Delhi-110001’।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 2:14 PM IST