জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- ৭২টি পদ
সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার এবং সেফটি)- ১২টি পদ
সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং)- ৬টি পদ
সিনিয়র অ্যাসোসিয়েট (ফিনান্স এবং অ্যাকাউন্টস)- ৬টি পদ
সিনিয়র অ্যাসোসিয়েট (কোম্পানি সেক্রেটারি)- ২টি পদ
সিনিয়র অ্যাসোসিয়েট (হিউম্যান রিসোর্স)- ৬টি পদ
জুনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)- ১৬টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | জিএআইএল গ্যাস লিমিটেড |
পদের নাম | সিনিয়র এবং জুনিয়র অ্যাসোসিয়েট |
শূন্যপদের সংখ্যা | ১২০ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭.০৪.২০২৩ |
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
সিনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)-
প্রার্থীদের ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/প্রোডাকশন/প্রোডাকশন ও ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং/মেকানিক্যাল ও অটোমোবাইল/ইন্সট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোলে ন্যূনতম ৫০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (ফায়ার অ্যান্ড সেফটি)-
প্রার্থীদের ন্যূনতম ৫০% নম্বর সহ ফায়ার/ফায়ার অ্যান্ড সেফটিতে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (মার্কেটিং)-
প্রার্থীদের ৫০% নম্বর সহ মার্কেটিং/অয়েল ও গ্যাস/পেট্রোলিয়াম এবং এনার্জি/এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে স্পেশালাইজেশন সহ এমবিএ ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (ফিনান্স ও অ্যাকাউন্টস)-
আবেদনকারীর সিএ/সিএমএ (আইসিডব্লুএ) ৫০% নম্বর সহ ফিনান্সে দুই বছরের এমবিএ ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (কোম্পানি সেক্রেটারি)- সেক্রেটারিয়েটের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
সিনিয়র অ্যাসোসিয়েট (হিউম্যান রিসোর্স)-
প্রার্থীদের ৫০% নম্বর সহ পার্সোনেল ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে এমবিএ/এমএসডব্লু/পিজি ডিপ্লোমা থাকতে হবে। এলএলবি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
জুনিয়র অ্যাসোসিয়েট (টেকনিক্যাল)-
আবেদনকারীদের ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/প্রোডাকশন/প্রোডাকশন ও ইন্ডাস্ট্রিয়াল/প্রোডাকশন/মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল/ইন্সট্রুমেন্টেশন/ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশনে ন্যূনতম ৫০% নম্বর সহ ডিপ্লোমা থাকতে হবে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর।
আরও পড়ুন: ১,২০,০০০ টাকা বেতন! আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
সিনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য ৬০,০০০ টাকা এবং জুনিয়র অ্যাসোসিয়েটদের প্রতি মাসে ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।