ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে

Last Updated:

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নয়াদিল্লি: সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল/(ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স/সিভিল), টেকনিশিয়ান (ফিটার/ইলেকট্রনিক্স মেকানিক/ওয়েল্ডার/রেফ্রিজারেশন এবং এসি/) সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement

আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৬৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল)- ১৫টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)- ৮টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)- ১টি পদ
advertisement
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স)- ১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)- ৩টি পদ
টেকনিশিয়ান 'বি' (ফিটার)- ২০টি পদ
টেকনিশিয়ান ‘বি’(ইলেকট্রনিক মেকানিক)- ৩টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ওয়েল্ডার)- ৩টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (রেফ্রিজারেশন এবং এসি)- ১টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ইলেকট্রিশিয়ান)- ২টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (প্লাম্বার)- ১টি পদ
ড্রাফটসম্যান ‘বি’ (সিভিল)- ১টি পদ
হেভি ভেহিক্যাল ড্রাইভার- ৫টি পদ
advertisement
লাইট ভেহিক্যাল ড্রাইভার- ‘এ’- ২টি পদ
ফায়ারম্যান ‘এ’- ১টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
পদের নামটেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল/(ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স/সিভিল), টেকনিশিয়ান (ফিটার/ইলেকট্রনিক্স মেকানিক/ওয়েল্ডার/রেফ্রিজারেশন এবং এসি/) সহ অন্যান্য
শূন্যপদের সংখ্যা৬৩
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৪.০৪.২০২৩
advertisement

আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।

আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স)- কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।
টেকনিশিয়ান 'বি' (ফিটার)- এসএসএলসি/এসএসসি/দশম শ্রেণি বা
এনটিসি বা এনএসি থেকে ফিটার ট্রেডে আইটিআই ডিপ্লোমা।
advertisement
লাইট ভেহিক্যাল ড্রাইভার- ‘এ’- এসএসএলসি/এসএসসি/দশম শ্রেণি উত্তীর্ণ এবং সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তামিলনাড়ুতে পাবলিক সার্ভিস ব্যাজ থাকা বাধ্যতামূলক।
ফায়ারম্যান ‘এ’- এসএসএলসি/এসএসসি/দশম শ্রেণি উত্তীর্ণ।

আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, এফিসিয়েন্সি টেস্ট ও মেডিক্যাল টেস্ট।
advertisement
আইএসআরও রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ৭৫০ টাকা
টেকনিক্যাল বি/ ড্রাটসম্যান বি/ ফায়ার ম্যান এ/ লাইট ভেহিক্যাল ড্রাইভার এ/ হেভি ভেহিক্যাল ড্রাইভার এ- ৫০০ টাকা।
বাংলা খবর/ খবর/চাকরি/
ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিশদে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement