Job News 2023|| ১,২০,০০০ টাকা বেতন! আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, আজই আবেদন করুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job News 2023: অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়োগ হবে চিফ এক্সিকিউটিভ অফিসারের ১টি পদে। বয়স ৪০ বছরের কম হলে আবেদন জানানো যাবে।
খড়গপুর: আইআইটি-তে মোটা অঙ্কের বেতনে চাকরি সুযোগ। চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করবে আইআইটি খড়্গপুর, বেতন ১ লক্ষ টাকার বেশি। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)-এর আর্থিক সহায়তায় গড়ে ওঠা আইআইটি খড়্গপুরের এগ্রি বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশন (এবিফ)-এর জন্য এই নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ জন্য ইতিমধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে।
নিয়োগ হবে চিফ এক্সিকিউটিভ অফিসারের ১টি পদে। বয়স ৪০ বছরের কম হলে আবেদন জানানো যাবে। চুক্তিভিত্তিক এই পদের জন্য নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রাথমিক ভাবে ১ বছরের জন্য নিয়োগ করা হবে এই পদে। তবে কাজের ভিত্তিতে প্রতি বছর চুক্তির পুনর্নবীকরণের মাধ্যমে কাজের মেয়াদ বেড়ে ৫ বছর পর্যন্ত হতে পারে। নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন হবে প্রায় ১,২০,০০০ টাকা।
advertisement
আরও পড়ুনঃ তীব্র গরমে পুড়ছে চামড়া, তাপমাত্রা ৪০ ডিগ্রির কোঠায়, আরও গরমের সতর্কতা
যোগ্যতা:
advertisement
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/ ফুড টেকনোলজি/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে ফার্স্ট ক্লাস-সহ বিই/ বিটেক পাশ হতে হবে। এছাড়াও, স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা এগ্রি বিজনেস/ রুরাল ডেভেলপমেন্ট/ অপারেশন্স/ টেকনোলজি কমার্শিয়ালাইজেশন-এ ২ বছরের পি.জি ডিপ্লোমা থাকলেও আবেদন জানাতে পারবেন।
advertisement
একইসঙ্গে প্রয়োজন এগ্রি বিজনেস সেক্টর/ অ্যাক্সেলেরেটর প্রোগ্রামে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাও। যদি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে পিএইচডি/ স্টার্ট আপ কোম্পানিতে বিজনেস মেন্টরিংয়ের অভিজ্ঞতা/ ইন্টালেকচুয়াল প্রপার্টি সম্পর্কিত জ্ঞান/ লিখিত এবং কথোপকথনের দক্ষতা অথবা অন্যান্য দক্ষতা থাকে, তা হলে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে আইআইটি সূত্রে।
প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) ঢুকে ‘নন টিচিং পজিশনস’ বিভাগে গিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য এসসি/ এসটি/ বিশেষ ভাবে সক্ষম/ মহিলা প্রার্থীদের ৫০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এই নিয়োগের বিষয়ে আরও বিশদে জানার জন্য প্রার্থীদের আইআইটি খড়্গপুরের (www.iitkgp.ac.in) ওয়েবসাইটে যেতে হবে।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 1:26 PM IST