গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর, ২০২২। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা: | ফুড সেফটি ডিপার্টমেন্ট |
| পদের নাম: | ফুড সেফটি অফিসার |
| শূন্যপদের সংখ্যা: | ২০০ |
| কাজের স্থান: | বিশদ দেখুন |
| নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
| আবেদনপত্র প্রকাশ: | ০১-১১-২০২২ |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি: | অনলাইন |
| আবেদনের শেষ তারিখ: | ৩০-১১-২০২২ |
আরও পড়ুন: দীপাবলিতে আলোকজ্জ্বল দীপোৎসব! ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুকে নাম উঠল অযোধ্যার
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের ফুড টেকনোলজি বা ডেয়ারি টেকনোলজি/ বায়ো টেকনোলজি বা অয়েল টেকনোলজি বা এগ্রিকালচারাল সায়েন্স/ ভেটেরিনারি সায়েন্সেস বা বায়ো-কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমেস্ট্রি বা মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা সরকার কর্তৃক স্বীকৃত অন্য কোনও সমমানের যোগ্যতা থাকতে হবে।
এছাড়াও প্রার্থীদের ফুড অথরিটি দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: ওজন কমবে দ্রুত! দিন শুরু হোক স্বাস্থ্যকর জলখাবার দিয়ে
নির্বাচন পদ্ধতি:
পরীক্ষা দুটি অংশে অনুষ্ঠিত হবে- পার্ট এ এবং পার্ট বি
পার্ট এ- রাজস্থানের বিষয়ে সাধারণ জ্ঞান- ৪০টি প্রশ্ন- ৪০ নম্বর
পার্ট বি- সংশ্লিষ্ট বিষয়- ১১০টি প্রশ্ন- ১১০ নম্বর
পরীক্ষার সময়কাল- ২.৩০ ঘন্টা
বেতন:
পে ম্যাট্রিক্স লেভেল- এল-১১- গ্রেড পে- ৪২০০
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন:
এছাড়াও প্রার্থীদের ফুড অথরিটি দ্বারা স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
