আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: হাইকোর্টের বিভিন্ন পদে মেগা নিয়োগ! আবেদন করুন আজই
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার |
পদের নাম: | জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং) |
শূন্যপদের সংখ্যা: | ২ |
কাজের স্থান: | ভারত |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিজ্ঞাপন প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে |
আরও পড়ুন: শখের ট্যাটুতে কী আঁকবেন বুঝতে পারছেন না? এই চার নিয়ম না মানলেই বিপদ
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ৩১.১০.২০২২ তারিখ অনুযায়ী ৬১ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা এর সমমানের ডিগ্রি থাকতে হবে।
যে সকল অফিসার পদের প্রার্থীরা কেন্দ্রীয়/রাজ্য সরকার/পিএসইউ থেকে পে লেভেল-১৩ সহ চাকরি থেকে অবসর নিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য। এমএসিপি-এর ভিত্তিতে প্রদত্ত পে স্কেল প্রাপ্ত প্রার্থীরা আবেদনের যোগ্য নন।
কেন্দ্রীয়/রাজ্য সরকার/ইন্ডাস্ট্রিয়াল সেক্টর/পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার যথাযথ সার্টিফিকেট ও ডকুমেন্ট, রিটায়ারমেন্ট ও অন্যান্য সম্পর্কিত ডকুমেন্টের জেরক্স কপি সহ আবেদনপত্রটি নির্দিষ্ট নিয়মে পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে- ‘FOOD CORPORATION OF INDIA, 16-20, BARAKHAMBA LANE, NEW DELHI-110001’।