Allahabad High Court Recruitment 2022 : হাইকোর্টের বিভিন্ন পদে মেগা নিয়োগ! আবেদন করুন আজই
Last Updated:
Allahabad High Court Recruitment 2022 : প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ সি এবং গ্রুপ জি পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এলাহাবাদ হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ অক্টোবর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ১৩ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া এনটিএ সংস্থা দ্বারা পরিচালিত হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
গ্রুপ সি- স্টেনোগ্রাফার গ্রেড ৩- ১১৮৬টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / পেইড অ্যাপ্রেন্টিস- ১০২১টি পদ
ড্রাইভার গ্রেড-৪- ২৬টি পদ
advertisement
টিউবয়েল অপারেটর-কাম-ইলেকট্রিশিয়ান, প্রসেস সার্ভার, আর্দালি/পিয়ন/অফিস পিয়ন/ফরাশ, চৌকিদার/ওয়াটারম্যান/সুইপার/মালি/কুলি/ভিস্তি/লিফ্টম্যান- ৩৯৩২টি পদ
সুইপার- ১৬৯৯টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | এলাহাবাদ হাই কোর্ট |
পদের নাম: | গ্রুপ সি এবং গ্রুপ জি |
শূন্যপদের সংখ্যা: | ৪০০০ |
কাজের স্থান: | এলাহাবাদ |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৩.১১.২০২২ |
advertisement
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি সহ ১০০০/৮০০ টাকা দিতে হবে (পদ অনুযায়ী নির্ণয় করা হবে)। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য কিছু পরিমাণ ফি মকুব করা হয়েছে।
আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়া এনটিএ সংস্থা দ্বারা পরিচালিত হবে
advertisement
তাই প্রথমে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইটে recruitment.nta.nic.in যেতে হবে
বিজ্ঞপ্তিতে দেওয়া অফিসিয়াল ফরম্যাট ও বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিতে হবে
এর পর অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ও আবেদন করতে হবে
ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির দ্বারা আবেদন ফি জমা দিয়ে আবেদনের ফর্মটি জমা দিতে হবে
advertisement
ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নিতে হবে
Location :
First Published :
October 31, 2022 4:14 PM IST