ইন্টারভিউয়ের তারিখঃ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। আপাতত সেপ্টেম্বর, ২০২২-এর শেষ সপ্তাহে ইন্টারভিউ নেওয়ার কথা জানানো হয়েছে। প্রার্থীদের আসল ডকুমেন্ট সহ ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে প্রতিষ্ঠানের এই নির্দিষ্ট ঠিকানায়, “Office of Administrative Medical Officer, Ground Floor, Panchdeep Bhavan, Sr. No. 689/90, Bibvewadi, Pune – 411037.” ইন্টারভিউয়ের তারিখ ই-মেল বা ফোনের মাধ্যমে জানানো হবে।
advertisement
প্রার্থীদের বিশেষ ভাবে জানানো হচ্ছে যে, জিজ্ঞাস্য কিছু থাকলে তাঁরা এই ফোন নম্বরে 020-29993422 বা ই-মেল আইডির মারফত establishmpune.amo@gmail.com জানতে পারবেন।
আরও পড়ুনঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগ, স্বপ্নের চাকরিতে কীভাবে আবেদন করবেন জানুন
শূন্যপদের সংখ্যাঃ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
চুক্তি ভিত্তিক পদ, চুক্তির মেয়াদ ৩৬৪ দিন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যঃ
সংস্থা | এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees State Insurance Corporation) |
পদের নাম | মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১৪ |
কাজের স্থান | মহারাষ্ট্র |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন শুরু | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
ইন্টারভিউয়ের তারিখ | সেপ্টেম্বরের শেষ সপ্তাহ |
আরও পড়ুনঃ লেভেল ১ পরীক্ষার প্রার্থীদের জন্য রেলওয়ে নিয়োগ পর্ষদের তরফে বিশেষ বিজ্ঞপ্তি
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে। ক্লিক করুন...
বয়সসীমাঃ
০১-০৯-২০২২ তারিখ অনুযায়ী বয়সসীমা ৫৭ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতাঃ
প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এছাড়াও মরাঠি ভাষা এবং কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকা অপরিহার্য।
কাজের মেয়াদঃ
নির্বাচিত প্রার্থীদের সর্বোচ্চ ৩৬৪ দিনের জন্য সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক নিয়মে নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতিঃ
প্রার্থীর ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে, ইন্টারভিউ পরিচালিত হবে নির্বাচন কমিটি দ্বারা। চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণরূপে পার্সোনাল ইন্টারভিউয়ের কর্মক্ষমতা উপর ভিত্তি করে করা হবে।