লেভেল ১ পরীক্ষার প্রার্থীদের জন্য রেলওয়ে নিয়োগ পর্ষদের তরফে বিশেষ বিজ্ঞপ্তি

Last Updated:

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম তিনটি পর্যায় হয়ে গিয়েছে৷ চতুর্থ পর্ব শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২২-এ।

#নয়াদিল্লি: এই প্রথম নয়। ভারতীয় রেলে নিয়োগ এবং তার পরীক্ষা পদ্ধতি নিয়ে হামেশাই নানা ধরনের গুজব ভেসে ওঠে চারপাশে। এই ব্যাপারে  প্রায় প্রতি বছরেই তাই ভারতীয় রেলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় পরীক্ষা প্রার্থীদের, যাতে তাঁরা ভুল তথ্যের ফাঁদে পা দিয়ে সরকারি চাকরির মোহে সর্বস্বান্ত না হন! এই বছরেও সেই কারণে রেলওয়ে নিয়োগ পর্ষদ লেভেল ১ নিয়োগ ২০২২ পরীক্ষার প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয়েছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল- কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম তিনটি পর্যায় হয়ে গিয়েছে৷ চতুর্থ পর্ব শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২২-এ।
রেলওয়ে নিয়োগ পর্ষদ বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের লেভেল ১ (গ্রুপ ডি) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি মূলত সতর্কতা সম্বন্ধীয়। একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে, পর্ষদ প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রার্থীদের আরও একবার সেই সব দালালদের থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে যারা অবৈধ ভাবে চাকরির জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে।"
advertisement
advertisement
লেভেল ১ (গ্রুপ ডি) নিয়োগের জন্য যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) নেওয়া হয়, সেটা পরিচালনার জন্য এক নামী কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, এই বছর ১.১ কোটিরও বেশি প্রার্থী গ্রুপ ডি পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তি অনুসারে, ১২টি আঞ্চলিক বা জোনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তিনটি পর্যায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্যায় শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২২-এ। পর্ষদ উল্লেখ করেছে যে প্রশ্নপত্রটি এনক্রিপ্ট করা তাই অত্যন্ত সুরক্ষিত। আর সেটা আবেদনকারী ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। সুতরাং, কেউ যদি দাবি করে যে তারা উত্তর সরবরাহ করতে পারে, সেটা সর্বৈব মিথ্যা।
advertisement
রেল মন্ত্রক তার সরকারি ট্যুইটার থেকে একই বিষয়ে ট্যুইটও করেছে। পোস্টে, মন্ত্রক জানিয়েছে যে রেলওয়ে নিয়োগ পর্ষদ (লেভেল -১) পরীক্ষা পরিচালনা করার সময় যে কোনও ধরনের অনিয়মের প্রতিরোধ এবং নির্মূল করার জন্য নানা ব্যবস্থা ইতিমধ্যে নিয়ে নিয়েছে।
advertisement
সরকারি বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে
- প্রার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্রের বরাদ্দ কম্পিউটার এলোমেলো ভাবে ঠিক করা হয়।
- পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পরে, পরীক্ষার্থীর জন্য ল্যাব এবং আসন বরাদ্দও এলোমেলো থাকে।
- পরীক্ষার হলে প্রতিটি পরীক্ষার্থীর প্রশ্নপত্রই আলাদা। একই প্রশ্ন কোন দুজন পরীক্ষার্থীকে দেওয়া হয় না।
- নিয়োগ পরীক্ষা সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারির অধীনেই পরিচালিত হবে।
advertisement
- আবেদনকারীদের পাশাপাশি কর্মীদের কার্যকলাপও নিরীক্ষণের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রেলওয়ের পক্ষ থেকে নিজস্ব কর্মী মোতায়েন থাকবে।
মিডিয়ায় তৈরি হওয়া গুজবের খণ্ডন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে রেলওয়ে নিয়োগ পর্ষদ জানিয়েছে
- এই বিষয়ে আবার আশ্বস্ত করা হচ্ছে যে রেলওয়ে নিয়োগ পর্ষদ লেভেল ১ (পূর্ববর্তী গ্রুপ ডি) নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পরিচালনা করার জন্য একটি অত্যন্ত স্বনামধন্য কোম্পানিকে নিযুক্ত করেছে। ১২টি আঞ্চলিক বা জোনাল রেলওয়ের সঙ্গে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার তিনটি ধাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। চতুর্থ পর্ব শুরু হয়েছে ১৯.০৯.২০২২ তারিখে।
advertisement
- যে কোনও ধরনের অনিয়ম প্রতিরোধ ও নির্মূল করার জন্য পরীক্ষা ব্যবস্থায় বিভিন্ন সুরক্ষাবলয় তৈরি করা হয়েছে। প্রার্থীদের কেন্দ্রের বরাদ্দ কম্পিউটার এলোমেলো করা হয়। তা ছাড়া পরীক্ষার্থীরা একবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নিজেদের নিবন্ধন করলে, ল্যাব এবং আসন বরাদ্দও এলোমেলো হয়ে যায়।
- প্রশ্নপত্রটি অত্যন্ত কঠিন এনক্রিপ্টেড আকারে (২৫৬-বিট এনক্রিপশন) থাকে, ফলে প্রার্থী ছাড়া অন্য কেউ প্রশ্নপত্রটি দেখতে পারবে না।
advertisement
- প্রার্থীদের জন্য প্রশ্নপত্রে প্রশ্নের ক্রম ও প্রশ্নের জন্য থাকা চারটি বিকল্প আলাদা আলাদা। পরীক্ষা কেন্দ্রে প্রতিটি পরীক্ষার্থী তাই একটি অনন্য প্রশ্নপত্রই পাবে । অতএব, কেউ যদি দাবি করে যে সে প্রার্থীকে উত্তর সরবরাহ করতে পারেন, সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
- প্রতিটি পরীক্ষার্থীই সিসিটিভি ক্যামেরার কঠোর নজরদারিতে পরীক্ষা দেয়৷ এর পাশাপাশি, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করার জন্য প্রার্থীদের পাশাপাশি পরীক্ষা পরিচালনাকারী সংস্থার কর্মীদের কার্যকলাপ পর্যবেক্ষণের জন্যও রেলওয়ে প্রতিটি কেন্দ্রে তাদের নিজস্ব কর্মী মোতায়েন করে।
- প্রার্থীদের আরও একবার এমন দালালদের থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে যারা অবৈধ ভাবে চাকরিতে নিয়োগের জাল প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রার্থীদের জানানো হচ্ছে যে, সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে যেন তারা মনোযোগ না দেয়।
বাংলা খবর/ খবর/চাকরি/
লেভেল ১ পরীক্ষার প্রার্থীদের জন্য রেলওয়ে নিয়োগ পর্ষদের তরফে বিশেষ বিজ্ঞপ্তি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement