DRDO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
DRDO Recruitment 2022: আবেদন পদ্ধতি
DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
কেরিয়ার সেকশনে গিয়ে https://economictimes.indiatimes.com/topic/senior-technical-assistant লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্র ডাউনলোড করে রাখতে হবে।
আরও পড়ুন: ভারতীয় সেনায় বিপুল নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে www.drdo.gov.in ক্লিক করে জানতে পারেন।
DRDO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৯০১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি- ১০৭৫টি পদ
টেকনিশিয়ান-এ- ৮২৬টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organisation) |
পদের নাম | সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি এবং টেকনিশিয়ান-এ |
শূন্যপদের সংখ্যা | ১৯০১ |
কাজের স্থান, কাজের ধরন, নির্বাচন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন শুরু | ০৩.০৯.২০২২ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৩.০৯.২০২২ |
DRDO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত যে কোনও বোর্ড বা ইনস্টিটিউট থেকে সায়েন্স/ টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে বা দশম শ্রেণি পাস হতে হবে।
আরও পড়ুন: 'প্রাইভেট টিউশন' নিয়ে কড়া রাজ্য! রাজ্যজুড়ে ৪৫টি স্কুলের ২০০ শিক্ষককে নোটিশ
DRDO Recruitment 2022: বয়সসীমা
১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
DRDO Recruitment 2022: বেতন
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-বি: পে ম্যাট্রিক্স লেভেল- ৬ (৩৫৪০০ টাকা – ১,১২,৪০০ টাকা)
টেকনিশিয়ান-এ: পে ম্যাট্রিক্স লেভেল- ২ (টাকা ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা)
DRDO Recruitment 2022: আবেদন ফি
অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য ১০০ টাকা। SC/ST/ESM/PWD/মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
DRDO Recruitment 2022: নিয়োগ পদ্ধতি
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ।